Kultali: ইলিশ ধরতে গিয়ে সাগরে কী ভয়ঙ্কর বিপদে পড়েছিলেন এরা, জানলে হাড়হিম হয়ে যাবে
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের অন্তর্গত মৈপীঠ উপকূল থানার নগেনাবাদ মোল্লা পাড়ার ৯ জন মৎস্যজীবী ইলিশ মাছ ধরতে গিয়েছিলেন। তবে মাঝ সমুদ্রে গিয়ে চড়ায় আটকে যায়। তারপর ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে তারা। এরপর জিনজিরা দ্বীপের কাছে তাঁদের সঙ্গে থাকা 'FB মাসুনা' নামের বোটের পাটাতন ভেঙে যায়।

কুলতলি: বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়েছিলেন। কিন্তু ঘনিয়ে এল বিপদ।দুর্ঘটনাগ্রস্ত কুলতলির মৎস্যজীবীদের বোট। মৃত্যুর হাত থেকে ৯ জনকে উদ্ধার করে আনলো মৈপীঠ কোস্টাল থানার পুলিশ।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের অন্তর্গত মৈপীঠ উপকূল থানার নগেনাবাদ মোল্লা পাড়ার ৯ জন মৎস্যজীবী ইলিশ মাছ ধরতে গিয়েছিলেন। তবে মাঝ সমুদ্রে গিয়ে চড়ায় আটকে যায়। তারপর ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে তারা। এরপর জিনজিরা দ্বীপের কাছে তাঁদের সঙ্গে থাকা ‘FB মাসুনা’ নামের বোটের পাটাতন ভেঙে যায়। এরপর বোটের ভিতরে গলগল করে ঢুকতে থাকে নদীর জল। ফলে বোট ডুবে যাওয়ার উপক্রম হয়।
বিষয়টি মৈপীঠের মৎস্যজীবী ইউনিয়নকে ফোন করে ঘটনাটা জানানো হয়। একই ভাবে জানানো হয় পরিবার ও কোস্টাল থানায়। এরপর রবিবার মৈপীঠ কোস্টাল থানার পুলিশ ও মৎস্যজীবীদের সংগঠন আলাদা বোট নিয়ে গিয়ে বিপদগ্রস্ত ওই ৯ জন মৎস্যজীবীকে জীবিত অবস্থায় রবিবার গভীর রাতে উদ্ধার করে নিয়ে আসা হয়।
উদ্ধার হওয়া মৎস্যজীবী মোরসেলিম শেখ বলেন, “আমরা মাছ ধরতে রাতে গিয়েছিলাম। এরপর জাল পেতে মাছ ধরি। হঠাৎ দেখি চড়ায় বোট আটকে গেছে। আর বোটের পাটাতন আটকে জল ঢুকতে শুরু করে। তখন বাকিদের খবর দেওয়া হয়। তাঁরাই এসে আমাদের উদ্ধার করে। ভয়ানক বিপদ থেকে বেঁচে গেলাম আমরা।”
