Murder: বিশ্বকর্মা পুজোর আগের দিনই ‘খুন’ হয়ে গেলেন কারখানার সুপারভাইজার

Murder: স্থানীয় সূত্রে জানা গেছে, হাবরার বাসিন্দা পাপ্পু দাস। রেলের যন্ত্রাংশ তৈরির জুপিটার কারখানার সুপারভাইসার ছিলেন। প্রতিদিনের মতো সোমবার সকালে কাজে আসেন। শ্রমিকরা জানায় বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি চলছিল কারখানার ভিতরে।

Murder: বিশ্বকর্মা পুজোর আগের দিনই 'খুন' হয়ে গেলেন কারখানার সুপারভাইজার
খুন সুপারভাইজারImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 16, 2024 | 8:13 PM

হুগলি: মঙ্গলবার বিশ্বকর্মা পুজো। তার আগে খুন হয়ে গেলেন কারখানার সুপারভাইজার। তাঁকে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে সাহাগঞ্জের জুপিটার কারখানায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাবরার বাসিন্দা পাপ্পু দাস। রেলের যন্ত্রাংশ তৈরির জুপিটার কারখানার সুপারভাইসার ছিলেন। প্রতিদিনের মতো সোমবার সকালে কাজে আসেন। শ্রমিকরা জানায় বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি চলছিল কারখানার ভিতরে। বিকাল সাড়ে তিনটে নাগাদ কারখানার গেটের বাইরে কিছু লোক সুপারভাইজারকে ধরে মারধর শুরু করে। রাস্তায় ফেলে লাথি কিল ঘুষি মারা হয়।

কারখানার কয়েকজন শ্রমিক দেখে তাঁকে বাঁচাতে যান। সেই সময় চন্দন দেব নামে এক শ্রমিককেও বেধড়ক মারা হয়। আততায়ীরা পালিয়ে গেলে শ্রমিকরাই আহত সুপারভাইজারকে তুলে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণ করেন। খবর পেয়ে হাসপাতালে যায় পুলিশ। শ্রমিকরাও জড়ো হয়। কারা মারধর করেছে তা বলতে পারছেন না শ্রমিকরা। পুলিশ জানিয়েছে ঘটনা কারখানার বাইরে হয়েছে। কী কারণে কারা এটা করল তা দেখা হচ্ছে। প্রাথমিক অনুমান ঠিকা শ্রমিকদের সঙ্গে গণ্ডগোলের জেরে এই ঘটনা হতে পারে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।