AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Road Accident in Hooghly: নবমীর বিকালে হুগলিতে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে তিন বন্ধু, মৃত ১, আহত আরও ২

Road Accident: স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। স্থানীয় বাসিন্দা ও বেশ কিছু পথচারীরা তাঁদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা ২৬ বছরের অভিষেক রামকে মৃত বলে ঘোষণা করেন।

Road Accident in Hooghly: নবমীর বিকালে হুগলিতে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে তিন বন্ধু, মৃত ১, আহত আরও ২
শোকের ছায়া পরিবারে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Oct 01, 2025 | 8:22 PM
Share

মগরা: নবমীর বিকালে মর্মান্তিক পথদুর্ঘটনা হুগলির মগরা থানা এলাকায়। মৃত এক, আহত আরও দুই। ঘটনাটি ঘটেছে মগরার নন্দীপুকুরের কাছে। স্থানীয় সূত্রে খবর, নতুন ব্রিজের উপর দিয়ে তিন বন্ধু একটি স্কুটিতে করে কাজ থেকে ফিরছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে একটি মোটর ভ্যান ব্রিজের উপর উঠতে যায়। তখনই স্কুটি ও মোটর ভ্যানের মঝ্যে সংঘর্ঘ হয়। মুহূর্তেই স্কুটিতে থাকা তিন বন্ধু সড়ক থেকে ছিটকে পড়ে যান। 

স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। স্থানীয় বাসিন্দা ও বেশ কিছু পথচারীরা তাঁদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা ২৬ বছরের অভিষেক রামকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে হাসপাতালেই আহত দুই যুবক রাজকুমার বরাই ও আমির আনসারির চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, তিনজনেরই বাড়ি বড় খেঁজুরিয়া মল্লিক পাড়ায়। কাজও করতেন একই জায়গায়। এদিকে পুজোর মধ্যে এ ঘটনায় শোকের ছায়া এলাকায়। 

খবর যায় পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মগরা থানার পুলিশ। এদিকে এলাকায় ট্র্যাফিক পুলিশের নজরদারির অভাব নিয়ে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ব্রিজ দিয়ে শুধুমাত্র মিঠাপুকুরের দিকে যাওয়া অনুমোদিত হলেও অনেকেই নিয়ম ভেঙে ভুল পথে উঠছেন। নেই ট্রাফিক পুলিশের নজরদারি, নেই পর্যাপ্ত আলো বা সিসিটিভি ক্যামেরা। ফলে বারবার দুর্ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এখনও প্রশাসন সতর্ক না হলে আগামীতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।