Islampur Tmc Clash: ‘একদল চ্যাংড়া ছেলে ঢুকে হঠাৎ হামলা করল…’, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রাতভর উত্তপ্ত ইসলামপুর

Ishlampur: ইসলামপুর ব্লকের পন্ডিতপোতা ২ গ্রাম পঞ্চায়েতের অমলঝাড়ি এলাকা। তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামী রাসিদ আলমের সঙ্গে নুর আলম ও হাসিব এই দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে একটি বিবাদ চলছিল।

Islampur Tmc Clash: 'একদল চ্যাংড়া ছেলে ঢুকে হঠাৎ হামলা করল...', তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রাতভর উত্তপ্ত ইসলামপুর
বোমাবাজিতে উত্তপ্ত ইসলামপুর
Follow Us:
| Edited By: | Updated on: Apr 14, 2022 | 2:32 PM

ইসলামপুর: অব্যাহত শাসকদলের গোষ্ঠী দ্বন্দ্ব। তৃণমূলের কোন্দলের জেরে উত্তপ্ত উত্তর দিনাজপুরের ইসলামপুর। বুধবার রাতে সেখানকার পন্ডিতপোতা দুই গ্রাম পঞ্চায়েতের অমলঝাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। একদল দুষ্কৃতী এলাকার বাসিন্দাদের বাড়িতে বোমা ছোড়ে বলে অভিযোগ। শুধু তাই নয়, স্থানীয়দের লক্ষ্য করে গুলি করা হয় বলেও জানা গিয়েছে। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে ওই গ্রামে।

ইসলামপুর ব্লকের পন্ডিতপোতা ২ গ্রাম পঞ্চায়েতের অমলঝাড়ি এলাকা। তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামী রাসিদ আলমের সঙ্গে নুর আলম ও হাসিব এই দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে একটি বিবাদ চলছিল। প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকে নুর আলম গোষ্ঠীর লোকজন। এরপর বুধবার উপ প্রধানের হাতে প্রধানের দায়িত্ব তুলে দেওয়া হয়। সন্ধ্যার পর থেকেই এলাকা গরম হতে শুরু করে। প্রাক্তন প্রধানের স্বামী রাসিদ আলমের গোষ্ঠীর বিরুদ্ধে বোমাবাজি ও বাড়ি ঘর ভাঙচুর করে বলে অভিযোগ।

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেন রাসিদ আলম এবং নুর আলম। তারা পাল্টা হাসিবের গোষ্ঠীর উপর হামলা ও বোমাবাজির অভিযোগ তুলেছে। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, এলাকা থমথমে। তবে পুলিশের অস্ত্র উদ্ধারের পরও এলাকায় এত বোমা, বন্দুকের দৌরাত্ম নিয়ে প্রশ্ন উঠেছে।

গোটা বিষয়ে রসিদ আলম বলেন, “গত চার বছর ধরে আমার উপর এই অত্যাচার করা হচ্ছে। আমি কালকে চার্জ হ্যান্ডওভার করতেই ওরা আমার উপর হামলা চালায়। বোমাবাজি করে।” অন্যদিকে এলাকার আর এক তৃণমূল নেতা বলেন, “আমি দেখলাম হঠাৎ করে কয়েকটা চ্যাঙড়া ছেলে এখানে এল। তারপর জিজ্ঞাসা করল আমরা কার পক্ষে। এরপরই হঠাৎ দেখি বোমাবাজি শুরু হয় এলাকায়। তারপর ওরা আমাদের উপর হামলা শুরু করল। আমরা খুবই ভয়ে রয়েছি। আতঙ্কে দিন কাটাচ্ছি। অনেক গৃহপালিত পশু জখমও হয়েছে।”

আরও পড়ুন: Purba Medinipur Chaos: দুয়ারে রেশন দেওয়া হচ্ছে ‘তৃণমূল পার্টি অফিস’ থেকে, কারণ খুঁজতেই উঠে এল ‘আজব’ যুক্তি