Pujoy Pulse: এটাই তো আনন্দ! পুজোয় পালসের উপহার জিতে খুদের হাসি দেখুন
Pujoy Pulse 2025: তেঁতুলের স্বাদে ভরা পালস গোলমোল এক নিমেষে ফিরিয়ে দিচ্ছে শৈশবে। ছোটরা এই পালস ক্যান্ডি খেয়ে বলে, "বেশ ভাল লাগল, ইউনিক ফ্লেভার।" আরেক খুদে তো ম্যাজিক হুইল ঘুরিয়ে পালস ক্যান্ডির প্যাকেট জিতে নিতেই আনন্দে-উচ্ছ্বাসে ফেটে পড়ে। এটাই তো পালস গোলমোলের মজা।
ইসলামপুর: দেখতে দেখতে দেবীপক্ষের সূচনা হয়ে গেল। বাঙালি এখন উৎসবের মেজাজে। আর সেই আনন্দই আরও বাড়িয়ে দিচ্ছে পালস। পুজোয় পালসের ক্যান্টর পৌঁছে যাচ্ছে জেলায়। বাচ্চা থেকে বয়স্ক, সকলেই মেতে উঠছেন পালস গোলমোল ক্যান্ডির স্বাদে। এবার পুজোয় পালসের ক্যান্টর পৌঁছে গিয়েছিল উত্তর দিনাজপুরের ইসলামপুরে। সেখানের মানুষজন পালস খেয়ে কী বললেন?
তেঁতুলের স্বাদে ভরা পালস গোলমোল এক নিমেষে ফিরিয়ে দিচ্ছে শৈশবে। ছোটরা এই পালস ক্যান্ডি খেয়ে বলে, “বেশ ভাল লাগল, ইউনিক ফ্লেভার।” আরেক খুদে তো ম্যাজিক হুইল ঘুরিয়ে পালস ক্যান্ডির প্যাকেট জিতে নিতেই আনন্দে-উচ্ছ্বাসে ফেটে পড়ে। এটাই তো পালস গোলমোলের মজা।
গত ২ বছরের অভূতপূর্ব সাফল্যের পর এবার পুজোয় পালসের সিজন থ্রি। এবারের থিম গোল কা মোল, গোলের মূল্য। রাজ্যের কোণায় কোণায় পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। আর সেই ট্যাবলো যেখানেই যাচ্ছে, সেখানে মানুষের উন্মাদনা চোখে পড়ছে।
