Ayushman Bharat: ‘আয়ুষ্মান ভারত’ কার্ড পেয়েও চিকিৎসা করানো যাচ্ছে না, বিপাকে রাজ্যের বাসিন্দারা

Ayushman Bharat: এই প্রকল্পের লাভের আশায় প্রতিনিয়ত নিজেদের নাম নথিভুক্ত করাতে চাইছেন অনেকেই। রোজই এই রাজ্যের বহু বাসিন্দা নিজেদের নাম তুলছেন ওই প্রকল্পে। অনলাইনে সাইবার ক্যাফেগুলোতে গিয়ে আধার কার্ডের মাধ্যমে নাম নথিভুক্ত করাচ্ছেন তাঁরা। রায়গঞ্জের একাধিক ক্যাফেতে এমন অনেক মানুষই হাজির হচ্ছে।

Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারত' কার্ড পেয়েও চিকিৎসা করানো যাচ্ছে না, বিপাকে রাজ্যের বাসিন্দারা
ক্যাফেতে গেলেই মিলছে কার্ডImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2024 | 9:12 PM

রায়গঞ্জ: ইন্টারনেটে সহজেই পাওয়া যাচ্ছে ‘আয়ুষ্মান ভারত’ কার্ড। কেন্দ্রীয় সরকারের এই স্কিমে নিখরচায় চিকিৎসার সুযোগ পান বহু মানুষ। তবে রাজ্যের বাসিন্দারা পড়েছেন বিপাকে। কার্ড হাতে পেলেও পরিষেবা পাচ্ছেন না কেউই। বাংলায় আয়ুষ্মান প্রকল্পের পরিষেবা চালু হয়নি এখনও। অনেকেই কার্ড নিয়ে ভিনরাজ্যে চিকিৎসা করানোর পরিকল্পনা করছেন। তবে সেই সুবিধাও পাওয়া যাচ্ছে না বলেই অভিযোগ।

এই প্রকল্পের লাভের আশায় প্রতিনিয়ত নিজেদের নাম নথিভুক্ত করাতে চাইছেন অনেকেই। রোজই এই রাজ্যের বহু বাসিন্দা নিজেদের নাম তুলছেন ওই প্রকল্পে। অনলাইনে সাইবার ক্যাফেগুলোতে গিয়ে আধার কার্ডের মাধ্যমে নাম নথিভুক্ত করাচ্ছেন তাঁরা। রায়গঞ্জের একাধিক ক্যাফেতে এমন অনেক মানুষই হাজির হচ্ছে। তবে চিকিৎসা না করাতে পেরে তাঁরা হতাশ। প্রবীন নাগরিক বাসুদেব দত্ত এই প্রসঙ্গে বলেন, ‘বাইরে গেলে এই সুবিধা পাওয়া যাচ্ছে না। এটা শুনেই আমি হতাশ। কার্ড থাকলেও সুবিধা পাচ্ছি না।’

সাইবার ক্যাফের মালিকেরা জানিয়েছেন, অনলাইনে আয়ুষ্মান ভারতের ওয়েবসাইটে লগ ইন করে আধার নম্বর, ফোন নম্বর দিলেই কার্ড পাওয়া যাচ্ছে। সেটা প্রিন্ট করিয়ে নিলেই হবে।

এই কার্ড ভিনরাজ্যে মান্যতা পাচ্ছে না শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়ার জন্য। জানা গিয়েছে, এই প্রকল্পের ৪০ শতাংশ অর্থ রাজ্যের দেওয়ার কথা। তা না মেলায় ভিনরাজ্যে গিয়েও পরিষেবা মিলছে না। বাসিন্দাদের দাবি, ভিনরাজ্যে বিশেষ করে দক্ষিণ ভারতে স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত। কিন্তু এই রাজ্যে মান্যতা না দেওয়ায় ভিন রাজ্যে গিয়ে কার্ড দেখিয়ে সুবিধা পাওয়া যাচ্ছে না।