SIR in Bengal: ‘ধরে ধরে জ্বালিয়ে দেব…’, SIR নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি বর্ধমানের বিধায়কের
TMC on Bengal SIR: রবিবার বিকালে বর্ধমান ২ নং ব্লকের তৃণমূল কংগ্রেসে তরফে আয়োজিত হয়েছিল একটি প্রতিবাদ মিছিল। বাংলার মনীষী ও ভাষাকে কলুষিত করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে 'ভাষা আন্দোলনের' প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতারা। যাতে যোগ দিয়েছিলেন বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক।

বর্ধমান: একটাই হুঁশিয়ারি, সে পার্থ ভৌমিক হোক বা আরামবাগের সাংসদ, SIR-এ বৈধ নাম বাদ গেলে ‘আগুন জ্বালিয়ে’ দেওয়া হবে। এবার এই তালিকায় নিজের নাম সংযোজন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিকের। তাঁর সাফ কথা, SIR নিয়ে কোনও মাথাব্যথা নেই। কিন্তু প্রকৃত ভোটার বাদ দিলে আগুন জ্বালিয়ে দেওয়া হবে।
‘আগুনখেকো’ মন্তব্য
রবিবার বিকালে বর্ধমান ২ নং ব্লকের তৃণমূল কংগ্রেসে তরফে আয়োজিত হয়েছিল একটি প্রতিবাদ মিছিল। বাংলার মনীষী ও ভাষাকে কলুষিত করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে ‘ভাষা আন্দোলনের’ প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতারা। যাতে যোগ দিয়েছিলেন বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক।
এই মিছিল শেষেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে SIR ইস্যুকে উস্কে দিলেন বিধায়ক। এদিন তিনি বলেন, ‘এসআইআর নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। কিন্তু যাঁরা প্রকৃত ভোটার, তাঁদের নাম কোনও ভাবে বাদ গেলে আমরা প্রতিটি বিজেপি নেতা-কর্মীকে ধরে ধরে আগুনে পুড়িয়ে দেব। ওরা বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে, এসআইআর-র মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এই আবহে আমি সবাইকে বলব, আপনারা সতর্ক থাকুন।’
বাংলায় SIR এখনও ঘোষণা হয়নি। কিন্তু ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জনের প্রক্রিয়াকে ঘিরে বেশ ‘অস্বস্তি’ তৈরি হয়ে হিন্দু ‘উদ্বাস্তু’দের মধ্য়ে। উদ্বিগ্ন এখনও নাগরিকত্ব না পাওয়া মতুয়া ও রাজবংশীরা। অবশ্য তৃণমূলের দাবি, চিন্তার কিছু নেই। মতুয়াদের পাশে শাসকদল রয়েছে। এদিন সেই মতুয়া-ইস্যুতে বিধায়ক বলেন, ‘আমি জানি, মতুয়াদের সমস্যা হবে। কিন্তু আপনারা আস্থা রাখুন। প্রতিটা মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তাঁর ব্যবস্থা আমরা করে দেব।’
অবশ্য, বিধায়কের এই ‘ভয় দেখানো’ মন্তব্য় কেন্দ্রীয় বাহিনীই বন্ধ করে দেবে বলে দাবি বর্ধমানের বিজেপি মুখপাত্র সৌম্যরাজ বন্দ্যোপাধ্যায়ের। এদিন তিনি বলেন, ‘এসব বক্তব্য মানুষ তখনই রাখেন, যখন রাজনৈতিকভাবে কেউ পুরোপুরি দেউলিয়া হয়ে যায়। আর এসআইআর যখন শুরু হবে, তখন বেশি বাড়াবাড়ি করলে কেন্দ্রীয় বাহিনী এমন ধোলাই দেবে আগুন জ্বালানো দূরহস্ত, তা নেভাতে তৎপর হতে হবে।’
