Pujoy Pulse: বৃষ্টির আবহাওয়ায় আজ কোথায় কোথায় গেলে পাবেন পালস গোলমোল
Pujoy Pulse: সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত সেই পালস পেতে পৌঁছে যান শিলিগুড়ি পলিটেকনিক কলেজের সামনে আর বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত ম্যাক্স বর্ধমান রোডে থাকবে ট্যাবলোটি। বৃষ্টির দিনে হাতে হাতে পেয়ে যান পালস গোলমোল।

পুজোর মুখে পালস-এর ট্যাবলো পৌঁছে যাচ্ছে গোটা বাংলা জুড়ে। আর সেই ট্যাবলোতে গেলেই পাওয়া যাবে পালস গোলমোল। মুখে দিলেই ফিরে যাবেন ছেলেবেলায়। টক-ঝাল-মিষ্টির সামঞ্জস্যে তৈরি করা হয়েছে এক বিশেষ ধরনের পালস ক্যান্ডি। আজ, মঙ্গলবার সেই ট্যাবলো পৌঁছে যাবে দু জায়গায়।
আজ, ২৩ সেপ্টেম্বর, আসানসোলের দু জায়গায় থাকবে ওই ট্যাবলো। সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত ট্যাবলো থাকবে আসানসোলের গ্যালাক্সি মলে আর বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত আসানসোলের বানপুর বারি ময়দানে থাকবে ট্যাবলো।
এছাড়া শিলিগুড়র বাসিন্দারাও আজ এই ট্যাবলো থেকে পালসের প্যাকেট হাতে নিতে পারবেন। সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত সেই পালস পেতে পৌঁছে যান শিলিগুড়ি পলিটেকনিক কলেজের সামনে আর বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত ম্যাক্স বর্ধমান রোডে থাকবে ট্যাবলোটি।
মঙ্গলবার দিনভর মেঘ-বৃষ্টির আবহাওয়া রয়েছে বাংলা জুড়ে। তাই এদিন টক-ঝাল পালস পেতে পৌঁছে যান ট্যাবলোর কাছে।
