Israel Iran War: ইরানের ব্যাঙ্কে ‘সার্জিক্যাল স্ট্রাইক’, বিকল করে দেওয়া হল সব সিস্টেম
Israel Iran War: হ্যাকার গোষ্ঠী দাবি করেছে, আন্তর্জাতিক অনুমোদনপ্রাপ্ত এই ব্যাঙ্ক থেকে ইরানবাসীর টাকা বেনামে জঙ্গিগোষ্ঠীদের ফান্ডিং করে ইরান। 'নির্ভীক' ইরানিদের ধন্যবাদ জানিয়ে হ্যাকার গোষ্ঠীর বক্তব্য, "অভিযান সফল করতে যেসব নির্ভীক ইরানি সাহায্য করেছেন, তাঁদের ধন্যবাদ।"

তেহরান: বিমান হানা। মিসাইল হানা। এবার কি আর্থিকভাবে ইরানকে বিধ্বস্ত করতে নতুন ফন্দি আঁটছে ইজরায়েল? ইরানের একটি ব্যাঙ্কে সাইবার হানার পরই এই প্রশ্ন উঠছে। ইরানের রাষ্ট্রায়ত্ত ‘ব্যাঙ্ক সেপাহ’-তে সাইবার হানা চালানো হয়েছে বলে দাবি করেছে ইজরায়েলি হ্যাকার গোষ্ঠী ‘প্রেডাটোরি স্প্যারো’। এক্স হ্যান্ডলে তারা দাবি করেছে, সাইবার হানা চালিয়ে ব্যাঙ্কের ডেটা নষ্ট করে দেওয়া হয়েছে।
এক্স হ্যান্ডলে এই হ্যাকার গোষ্ঠী দাবি করেছে, আন্তর্জাতিক অনুমোদনপ্রাপ্ত এই ব্যাঙ্ক থেকে ইরানবাসীর টাকা বেনামে জঙ্গিগোষ্ঠীদের ফান্ডিং করে ইরান। ‘নির্ভীক’ ইরানিদের ধন্যবাদ জানিয়ে হ্যাকার গোষ্ঠীর বক্তব্য, “অভিযান সফল করতে যেসব নির্ভীক ইরানি সাহায্য করেছেন, তাঁদের ধন্যবাদ।” হ্যাকারদের বক্তব্য, যাবতীয় তথ্য মুছে ফেলায় এই ব্যাঙ্কের সমস্ত দেশীয় ও আন্তর্জাতিক লেনদেন স্তব্ধ হয়ে গিয়েছে।
‘ব্যাঙ্ক সেপাহ’ ইরানের অন্যতম পুরনো ব্যাঙ্ক। তেহরানে এই ব্যাঙ্কের সদর দফতর। ইজরায়েলি হ্যাকারদের দাবি, ইরানের মিলিটারি পরমাণু প্রোগ্রাম এবং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের ফান্ডিং হত এই ব্যাঙ্ক থেকে। রোম, প্যারিস, লন্ডনেও এই ব্যাঙ্কের শাখা রয়েছে। সূত্রের খবর, এদিন সকাল থেকেই সেপাহ ব্যাঙ্কের সব লেনদেন স্তব্ধ হয়ে রয়েছে।
ইজরায়েলি এই হ্যাকার গোষ্ঠী এর আগে ইরানের বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হানা চালিয়েছে। এর আগে গ্যাস স্টেশন, রেল নেটওয়ার্ক ও ইস্পাত কারখানাতেও হানা দিয়েছিল তারা। ইজরায়েলি প্রশাসন অবশ্য ইরানে এই সাইবার হানা নিয়ে কোনও মন্তব্য করেনি। তবে ইরানের উপর হামলার ঝাঁঝ আরও বাড়িয়ে চলেছে ইজরায়েল। দুই দেশের আক্রমণ, পাল্টা আক্রমণের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এর রেশ কতদূর গড়ায়, সেটাই এখন দেখার।

