Donald Trump Tariff: কারখানা ‘ফাঁকা’ করে Iphone নিয়ে আমেরিকা ছুটল Apple, হঠাৎ কী হল?
Donald Trump Tariff: গত শনিবার থেকেই কার্যকর হয়েছে ১০ শতাংশের পারস্পরিক শুল্ক। আর তাতেই চাপে পড়ে গিয়েছে অ্যাপেল। জরুরি ভিত্তিতে বিমান ভাড়া করে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছে তারা।

কলকাতা: ৯ এপ্রিলের মধ্যরাত থেকে বিশ্বজুড়ে পুরো দমে লাগু হতে চলেছে ট্রাম্পের চাপানো শুল্ক-বাণ। গত শনিবার থেকেই কার্যকর হয়েছে ১০ শতাংশের পারস্পরিক শুল্ক। আর তাতেই চাপে পড়ে গিয়েছে অ্যাপেল। জরুরি ভিত্তিতে বিমান ভাড়া করে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছে তারা। বোঝাই করে নিয়ে গিয়ে ফোন।
এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে অ্যাপেলের তরফে জানানো হয়েছে, মোট পাঁচটি বিমান বোঝাই করে অ্য়াপেলের নানা পণ্য ইতিমধ্যেই ভারত ও চিন থেকে আমেরিকার উদ্দেশে রওনা করিয়ে দেওয়া হয়েছে। সংস্থার দাবি, ৫ তারিখ থেকে কার্যকর হওয়া শুল্ক-বাণ এড়াতেই আগেভাগে সেই বিমানটিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই শুল্ক কার্যকর হওয়ার পর তা পাঠানো হলে, আমেরিকায় অ্যাপেলের ফোন থেকে ল্য়াপটপ, প্রায় সকল পণ্যের দামই আকাশছোঁয়া হয়ে যেত।
বর্তমানে ভারত ও চিনেই নিজেদের সমস্ত পণ্য তৈরি করে থাকে অ্যাপেল। আমেরিকায় বাড়তি খরচ এড়াতে ও অল্প দামে মোবাইল, ল্যাপটপ তৈরি করতেই এত দিন এই দুই দেশে নির্মাণ কাজ চালিয়েছে তারা। অবশ্য, ভারতে তাদের কারখানা খুলে বেশি দিন হয়নি। গত বুধবার বিশ্বজুড়ে করা ট্রাম্পের শুল্কাঘাতে চোট পেয়েছে বাণিজ্যিক মহল। সোমবার এই আবহেই ধসে পড়েছে শেয়ার বাজারও। তাই মুনাফা নিয়ে ঝুঁকি না নিয়ে আগের শুল্ক কার্যকর হওয়ার আগেই পণ্য রফতানি করে দিয়েছে অ্যাপেল।
সূত্রের খবর, আমেরিকার গুদামে যতটা পণ্য মজুত রয়েছে, তাতে আগামী কয়েক মাসের জন্যই সেদেশে নিজেদের ব্যবসাকে সচল ও দামকে নিয়ন্ত্রণে রাখতে পারবে অ্যাপেল। কিন্তু সেই মজুত করা ফোন-ল্যাপটপ ফুরিয়ে যাওয়ার আগে শুল্ক নিয়ে কোনও ব্যবস্থা গ্রহণ করা না হয় তবে ফোনের দাম দেখে ভালই বেগ পেতে হবে ক্রেতাদের।





