BNP Leader: স্ত্রীর ভারতীয় শাড়িতে আগুন ধরালেন বিএনপি নেতা, ছবি ভাইরাল হতেই নিন্দার ঝড়

Dec 06, 2024 | 11:10 PM

BNP Leader: ভারত যখন বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ঢাকাকে বার্তা দিচ্ছে, তখন বিএনপি নেতা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিলেন। শুধু তাই নয়, অবিমৃষ্যকারীর মতো তাঁর স্ত্রীর ভারতীয় শাড়িতে আগুন ধরিয়ে দিলেন তিনি।

BNP Leader: স্ত্রীর ভারতীয় শাড়িতে আগুন ধরালেন বিএনপি নেতা, ছবি ভাইরাল হতেই নিন্দার ঝড়
স্ত্রীর শাড়ি হাতে বিএনপি নেতা

Follow Us

ঢাকা: একদিকে বাংলাদেশের হাইকমিশন, ডেপুটি হাইকমিশনের নিরাপত্তা বাড়িয়েছে ভারত। দুই দেশের বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশ সচিব। তখন হঠকারী মন্তব্য বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপি-র এক শীর্ষ নেতার। ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম সেক্রেটারি জেনারেল রুহুল কবীর রিজভি। শুধু তাই নয়, অবিমৃষ্যকারীর মতো স্ত্রীর ভারতীয় শাড়িতে আগুন ধরিয়ে দিলেন তিনি।

ফের অস্থির বাংলাদেশ। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে বাংলাদেশের রাস্তায় নেমেছেন হিন্দু-সহ সংখ্যালঘুরা। বাংলাদেশে আক্রান্ত হচ্ছেনও তাঁরা। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে একাধিকবার বার্তা পাঠিয়েছে ভারত। তাতে বিশেষ হেলদোল দেখা যায়নি ইউনূস প্রশাসনের। কিন্তু, ভারতে বাংলাদেশের হাইকমিশন, ডেপুটি হাইকমিশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আবার আগামী ৯ ডিসেম্বর ঢাকা যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

ভারত যখন বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ঢাকাকে বার্তা দিচ্ছে, তখন বিএনপি নেতা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিলেন। স্থানীয় পণ্য ব্যবহার করতে বললেন। সেইসময় একটি লাল শাড়ি দেখিয়ে রিজভি বলেন, “এটি ভারতীয় শাড়ি। আমার স্ত্রীর। তিনি নিজে শাড়িটি আমায় দিয়েছিলেন। আমি আপনাদের সামনে শাড়িটি ছুড়ে ফেলে দিচ্ছি।”

এই খবরটিও পড়ুন

অবিমৃষ্যকারীর মতো শাড়িটি ছুড়েও ফেলে দেন তিনি। এরপর দলের কর্মীদের শাড়িটিতে আগুন ধরাতে বলেন। দলীয় কর্মীরাও তাঁর কথা মতো শাড়িতে আগুন ধরিয়ে দেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। ঘটনার নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

 

Next Article
Bangladesh: বাংলাদেশে হচ্ছেটা কী? এবার পদত্যাগ করতে ‘বাধ্য’ হলেন অনুপম
Bangladesh: ভারত যদি যুদ্ধে নামে! ভয়ে কাঁপছে বাংলাদেশ, কট্টরপন্থীর এই নেতার ভাষণ শুনলে অবাক হবেন