Bangladesh: নির্বাচনের আগে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করল ভারত
Vinay Kwatra in Bangladesh: চলতি বছরেই বাংলাদেশের সাধারণ নির্বাচন। তার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করল ভারত।
ঢাকা: চলতি বছরেই বাংলাদেশের সাধারণ নির্বাচন। তার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করল ভারত। বুধবার (১৫ ফেব্রুয়ারি), বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় বাসভবন গণভবনে তাঁর সঙ্গে বৈঠকের পর ভারতের বিদেশ সচিব বিনয় কোয়াত্রা বলেছেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি নয়াদিল্লির সরকারের পূর্ণ সমর্থন রয়েছে।” সেই সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতিসহ বাংলাদেশের উন্নয়নযাত্রায় প্রতিবেশী হিসেবে সব সময় পাশে থাকার বার্তাও দিয়েছে ভারত। বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র নজরুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনা ভারতকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। তিনি আশাবাদী এই বন্ধুত্ব দিন দিন আরও গভীর হবে। আর্থ-সামাজিক উন্নয়নে ভারতের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহও দেখিয়েছেন হাসিনা।
বর্তমানে, জি-২০ গোষ্ঠীর সভাপতি দেশ হল ভারত। আগামী ৯ থেকে ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে জি-২০’র শীর্ষ সম্মেলন। সদস্য দেশগুলির পাশাপাশি যে দেশগুলি ভারত অতিথি হিসেবে আমন্ত্রণ জানাচ্ছে, তার মধ্যে অন্যতম হল বাংলাদেশ। জানা গিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে, বিদেশ সচিব বিনয় কোয়াত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে তাঁকে জি-২০’র শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করে প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। সূত্রের খবর, শেখ হাসিনার সঙ্গে বৈঠকে, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি ভারতের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। সেই সঙ্গে, বাংলাদেশকে ভারতের ‘নেবারহুড ফার্স্ট পলিসি’-র অপরিহার্য অঙ্গ এবং ‘অ্যাক্ট ইস্ট পলিসি’-র মূল অংশীদার হিসেবে বর্ণনা করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গেও পৃথক বৈঠক করেন বিদেশ সচিব বিনয় কোয়াত্রা। দুই পক্ষই লাইন অব ক্রেডিট, বাণিজ্য ও বিনিয়োগ, সংযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং মানুষে-মানুষে বন্ধন-সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও জোরদার করতে সম্মত হয়েছে। বৈঠকের পর বিনয় কোয়াত্রা বলেছেন, “যাতে বাংলাদেশিরা সুবিধা পায়, সেই জন্য নয়া দিল্লি এলসির শর্ত আরও সহজ করার বিষয়ে কাজ করছে। চেষ্টা করছে যাতে দুই দেশের মুদ্রাতেই পারস্পারিক বাণিজ্য করা যেতে পারে।” এর পাশাপাশি, দুই দেশ যৌথ স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। এছাড়া, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের জন্য দুই দেশই পরস্পরকে সমর্থন দিতেও সম্মত হয়েছে।