আত্মা দিয়ে আমেরিকা গড়ব: প্রেসিডেন্ট জো বাইডেন

সুমন মহাপাত্র |

Jan 20, 2021 | 11:58 PM

এবারের মার্কিন ক্ষমতার হস্তান্তর আগের থেকে আলাদা ও ঐতিহাসিক। কারণ এই প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করবেন কৃষ্ণাঙ্গ কমলা হ্যারিস।

আত্মা দিয়ে আমেরিকা গড়ব: প্রেসিডেন্ট জো বাইডেন
ছবি- পিটিআই

Follow Us

ওয়াশিংটন: ৪৬-তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে মার্কিন মসনদে শপথ গ্রহণ করতে চলেছেন জো বাইডেন (Joe Biden)। নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন তিনি। প্রথমে পরাজয় স্বীকার করেননি ট্রাম্প। পরবর্তীকালে কংগ্রেস অনুমোদন দেওয়ার পর কার্যত পরাজয় স্বীকার করতে বাধ্য হন তিনি। কিন্তু পরাজয় স্বীকার করলেও বাইডেনকে অভিনন্দন জানাননি ৪৫-তম মার্কিন প্রেসিডেন্ট। তবে মার্কিন মসনদের ক্ষমতা বদলের শেষ দিন বাইডেনকে নাম না করেই অভিবাদন জানালেন ট্রাম্প।

ওয়াশিংটনের স্থানীয় সময় অনুযায়ী, বেলা ১০ টায় শুরু হবে বাইডেনের শপথ গ্রহণ। এবারের মার্কিন ক্ষমতার হস্তান্তর আগের থেকে আলাদা ও ঐতিহাসিক। কারণ এই প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করবেন কৃষ্ণাঙ্গ কমলা হ্যারিস। মার্কিন ক্যাপিটলে ট্রাম্প-পন্থীদের হামলার পর বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা। অন্যান্য বারের থেকে কয়েক গুণ বেশি জাতীয় রক্ষী থাকবেন এই অনুষ্ঠানে। ওয়াশিংটনের বিভিন্ন অঞ্চলেও থাকছে কড়া নিরাপত্তা। তবে অনুষ্ঠানে থাকছেন না ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন: বাইডেন না রবার্ট ব্রুশ! তোতলা ছেলের ‘শ্বেত প্রাসাদ’ অভিযান, ব্যর্থতা থেকে সাফল্যের গল্প

শপথ গ্রহণের অনুষ্ঠান ছাড়াও থাকছে বিশেষ চমক। যার নাম ‘সেলিব্রেটিং আমেরিকা।’ সেই অনুষ্ঠানের সঞ্চালনা করবেন টম হ্যাঙ্কস। তিনি বাইডেন ও কমলা হ্যারিসের সঙ্গে কথোপকথনে থাকবেন। এছাড়াও অনুষ্ঠানে থাকবেন জন লেজেন্ড, অ্যান্ট ক্লেমনস, জন বন জভি, এভা লঙ্গোরিয়া, ডেমি লোভাতো, ব্রুস স্প্রিংস্টিন, জাস্টিন টিম্বারলেক ও কেরি ওয়াশিংটন।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 20 Jan 2021 11:58 PM (IST)

    বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট বাইডেন

    নিজস্ব চিত্র

    কমলা হ্যারিস, চাক সুমার-সহ অন্যান্য প্রশাসনিক নেতাদের অভিনন্দন জানিয়ে বক্তব্য শুরু করলেন জো বাইডেন।

    • *নতুন আমেরিকা গড়ার স্বপ্নে প্রশাসনিক পথ চলা শুরু করলেন জো।
    • *সম্পূর্ণ আত্মিক ভাবে কাজ করব।
    • *আমেরিকাকে একত্র করব। সবাই আমার সঙ্গে আসুন।
    • *চাকরির সমস্যা, অসুস্থতা সব সমাস্যার সমাধান সম্ভব।
    • *আমরা আবার আমেরিকা তৈরি করতে পারব। মারণ ভাইরাসকেও রোখা যাবে।
    • *একতার দ্বারা মহান কাজ করা সম্ভব।
      *এখনও অনেক কিছু তৈরি করা বাকি।
      *অনেক দূরে এগিয়ে যেতে হবে। এটা গণতন্ত্রের দিন।
    • *আমি সব আমেরিকানদের প্রেসিডেন্ট হব। যাঁরা সমর্থন করেন তাঁদেরও, যাঁরা করেন না তাঁদেরও।
    • *আমি প্রতিজ্ঞা করছি, আমরা একত্রে সব বাধা পেরিয়ে যাব।
    • * থ্যাঙ্ক ইউ আমেরিকা বলে বক্তব্য শেষ করলেন জো বাইডেন।
    • বিস্তারিত জানতে পড়ুন: ‘সবে মিলে করি কাজ’, বিশ্বকে বার্তা বাইডেনের
  • 20 Jan 2021 10:59 PM (IST)

    বাইডেনের অভিষেকে লেডি গাগা

    ছবি- পিটিআই

    অভিষেক অনুষ্ঠানে জো বাইডেনের সঙ্গে লেডি গাগা।


  • 20 Jan 2021 10:54 PM (IST)

    বাইডেনকে শুভেচ্ছা নমোর

    ফাইল চিত্র

    মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন জো বাইডেন। ইতিহাস তৈরি করে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হয়েছে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। একসঙ্গে কাজ করার বার্তা দিয়ে জো বাইডেনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে টুইট করলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। আরও জানতে পড়ুন: ‘আমজনতার সমস্যা মেটাতে হবে’, বাইডেনের সঙ্গে কাজ করার বার্তা নমোর

  • 20 Jan 2021 10:24 PM (IST)

    শপথ নিলেন জো

    ছবি- টুইটার

    মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন জো বাইডেন।

  • 20 Jan 2021 10:16 PM (IST)

    শপথ নিলেন কমলা

    কমলা ও ফার্স্ট জেন্টেলম্যান

    প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। আমেরিকার সংবিধান রক্ষার্থে দায়বদ্ধ হলেন জো বাইডেনের ‘রানিং মেট।’

  • 20 Jan 2021 10:00 PM (IST)

    মঞ্চের পাশে বিস্ফোরণের হুমকি

    ফাইল চিত্র

    কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণ করবেন জো বাইডেন ও কমলা হ্যারিস। তার আগে মার্কিন সুপ্রিম কোর্টে পৌঁছল বিস্ফোরণের হুমকি। সুপ্রিম কোর্টের মুখপাত্র ক্যাথলিন আর্বার্গ জানিয়েছেন, বিস্ফোরমের হুমকি এসেছে। তবে সম্পূর্ণ ভবন ঘুরেও কোনও বোমা পাওয়া যায়নি। আরও জানতে পড়ুন: বাইডেন অভিষেকের আগেই মঞ্চের পাশে বিস্ফোরণের হুমকি

  • 20 Jan 2021 09:40 PM (IST)

    ‘বন্ধু এ বার তোমার পালা’

    ছবি- টুইটার

    শপথ গ্রহণের আগে জো বাইডেনকে (Joe Biden) শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন বারাক ওবামা। টুইট করে ওবামা লিখেছেন, “শুভেচ্ছা বন্ধু, এ বার তোমার পালা।” জো বাইডেন ওবামা আমলে ছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। এবারের মার্কিন শপথ ঐতিহাসিক। কারণ প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ নিচ্ছেন কমলা হ্যারিস। আরও জানতে পড়ুন: ‘বন্ধু, এবার তোমার পালা’, বাইডেনকে শুভেচ্ছা ওবামার

  • 20 Jan 2021 09:40 PM (IST)

    হোয়াইট হাউস ছাড়লেন ট্রাম্প

    ফাইল চিত্র

    আগেই জানিয়েছিলেন বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন না ট্রাম্প। সেই মতোই জো বাইডেনের শপথ গ্রহণের আগেই হোয়াইট হাউস ছাড়লেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। এবার থেকে মার-এ-লাগো রিসর্টেই থাকবেন ডোনাল্ড ট্রাম্প। আরও জানতে পড়ুন: এর আগেও কোন মার্কিন প্রেসিডেন্টরা থাকেননি শপথ গ্রহণের অনুষ্ঠানে?

  • 20 Jan 2021 09:15 PM (IST)

    ‘আমি সব দেখব, সব শুনব’

    ছবি- পিটিআই

    বাইডেনের জন্য চিঠি লিখে রেখে গেলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস ছাড়ার আগে একটি বারও বাইডেনের (Joe Biden) নাম মুখে আনেননি ট্রাম্প। কিন্তু রেখে গেলেন চিঠি। “আমি তোমার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাব। আমি দেখব, শুনব। আমি প্রশাসনের সাফল্য কামনা করি।” ফ্লোরিডার যাওয়ার আগে একথাই বলে গেলেন ট্রাম্প। আরও জানতে পড়ুন: কথা না বললেও বাইডেনের জন্য চিঠি রেখে গেলেন ট্রাম্প

  • 20 Jan 2021 09:03 PM (IST)

    সেজে উঠেছে ওয়াশিংটন

    ছবি- পিটিআই

    শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত বাইডেনের অভিষেক মঞ্চ। একে একে পৌঁছতে শুরু করেছেন অতিথিরা। শেষ মুহূর্তের মহড়াও শেষ। মাত্র কিছুক্ষণ পর থেকেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। আরও জানতে পড়ুন: সেজে উঠেছে ওয়াশিংটন, ঐতিহাসিক শপথ গ্রহণের প্রাক্বালে দাঁড়িয়ে মার্কিন মুলুক

  • 20 Jan 2021 08:17 PM (IST)

    ‘আমেরিকার নতুন দিন’

    জো বাইডেন ও জিল বাইডেন

    হোয়াইট হাউসে ছেড়ে ফ্লোরিডার উদ্দেশে রওনা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সারা আমেরিকা তৈরি জো বাইডেনকে (Joe Biden) অভ্যর্থনা জানাতে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে  জো বাইডেনের শপথ গ্রহণ। তার আগেই টুইট করলেন বাইডেন। টুইটে হবু মার্কিন প্রেসিডেন্ট লিখলেন, “আজ আমেরিকার নতুন দিন।” আরও জানতে পড়ুন: ‘আমেরিকার নতুন দিন’, শপথের আগে টুইট বাইডেনের

     

  • 20 Jan 2021 08:07 PM (IST)

    ‘আবার আসিব ফিরে’

    ছবি- পিটিআই

    যাওয়ার আগে আমেরিকাবাসীদের উদ্দেশে ট্রাম্প বলে গেলেন, “অভূতপূর্ব ৪ বছর কেটেছে। আমি সারা জীবন আপনাদের জন্য যুদ্ধ করে যাব। অন্য ভাবে ফিরব।” তবে যেভাবে মার্কিন মসনদের ক্ষমতা হস্তান্তর হয়, তার ব্যতিক্রম হল এবার। বারাক ওবামার মতো বাইডেনকে হোয়াইট হাউসে অভ্যর্থনা জানালেন না ট্রাম্প। আরও জানতে পড়ুন: আবার আসব ফিরে, তবে অন্য ভাবে: ডোনাল্ড ট্রাম্প

  • 20 Jan 2021 06:12 PM (IST)

    ট্রাম্পের সব সিদ্ধান্তে ‘হোয়াইটনার’ চালাবেন বাইডেন

    ফাইল চিত্র

    ক্ষমতায় এসেই ট্রাম্পের সব সিদ্ধান্তের উল্টো পথে হাঁটবেন বাইডেন। প্রথম দিনই কমপক্ষে ১৫টি বিলে সই করবেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। মূলত যে ৪ সমস্যা সমাধানের চেষ্টা করবেন তিনি, তা হল- মহামারীর অবসান, অর্থনৈতিক পুনরুদ্ধার, জলবায়ু সমস্যার সমাধান ও বর্ণ বৈষম্যে ইতি টানা। তার জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন জো বাইডেন।

    পড়ুন বিস্তারিত: ট্রাম্পের সই করা সব সিদ্ধান্তে ‘হোয়াইটনার’ চালাবেন বাইডেন

  • 20 Jan 2021 05:19 PM (IST)

    নতুন বাসা খুঁজলেন ট্রাম্প

    ফাইল চিত্র

    হোয়াইট হাউসে ট্রাম্পের দিন শেষ। মার্কিন মসনদে বসছেন জো বাইডেন। অর্থাৎ ওভাল অফিস থেকে মিটিং হল হোয়াইটের হাউসের আর কিছুই থাকছে না ট্রাম্পের হাতে। অগত্যা অন্য বাসস্থান খুঁজে বের করলেন আমেরিকার ৪৫-তম মার্কিন প্রেসিডেন্ট। ফ্লোরিডার মার-এ-লাগো রিসর্টই হচ্ছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের নতুন ঠিকানা।

    বিস্তারিত পড়ুন: হাতে নেই হোয়াইট হাউস, নতুন এলাহি ঠিকানা খুঁজলেন ট্রাম্প

  • 20 Jan 2021 04:40 PM (IST)

    ক্ষমতায় এসেই ছক্বা হাঁকাবেন বাইডেন

    ফাইল চিত্র

    প্রথম দিনই মসনদে বসে তাঁর একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা আগেই জানিয়েছিল বাইডেনের ট্রানজিসন দল। প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আমেরিকাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা নিজের মুখেই ঘোষণা করেছিলেন জো। ট্রাম্পের একাধিক সিদ্ধান্তে ইতি টানছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। প্রথমেই বিভিন্ন মুসলিম দেশের উপর জারি থাকা ‘ট্রাভেল ব্যান’ বাতিল করবেন তিনি।

    পড়ুন বিস্তারিত: বন্ধ হবে মেক্সিকো প্রাচীরের কাজ, প্রথম দিনই ‘মুসলিম-ব্যান’ তুলে নেবেন বাইডেন

  • 20 Jan 2021 04:17 PM (IST)

    নিজেই দল গড়ে ভোটে লড়বেন ট্রাম্প!

    অলঙ্করণ: অভীক দেবনাথ

    ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের নতুন রাজনৈতিক দলের নাম হতে পারে ‘প্যাট্রিয়োটিক পার্টি’ অর্থাৎ দেশপ্রেমীক দল। আর সেই পার্টির ট্যাগলাইন হবে ‘আমেরিকা ফার্স্ট।’ ট্রাম্প নাকি তাঁর ঘনিষ্ঠ মহলে একথা জানিয়েছেন। মার্কিন নির্বাচনে মূলত দুই দলের প্রাধান্য। রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যেই বারবার ক্ষমতা বদল হয়। লিবার্টিয়ান পার্টি, গ্রিন পার্টি, কনস্টিটিউশন পার্টি ও আমেরিকান সলিডারিটি পার্টি থাকলেও সংখ্যাগরিষ্ঠ ভোট পায় ‘হাতি’ ও ‘গাধা’ই।

    পড়ুন বিস্তারিত: আর হাতির পিঠে নয়, এবার নিজেই দল গড়ে ভোটে লড়বেন ট্রাম্প!

  • 20 Jan 2021 04:13 PM (IST)

    বাইডেনকে অভিবাদন ট্রাম্পের

    ফাইল চিত্র

    বরফ গলল শপথ গ্রহণের দিনই। অবশেষে মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানালেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্যত ক্ষমতার একেবারে শেষ লগ্নে এসে  বাইডেনের সাফল্য ‘কামনা’ করতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প।

    পড়ুন বিস্তারিত :‘বাধ্য হয়েই’ বাইডেনকে অভিবাদন জানালেন ট্রাম্প

  • 20 Jan 2021 04:10 PM (IST)

    চোখে জল নিয়ে ওয়াশিংটনে প্রবেশ জো বাইডেনের

    ছবি- টুইটার

    ডেলাওয়ার থেকে ওয়াশিংটনের যাত্রা শুরুর আগে তাঁর মৃত ছেলে বো বাইডেনকে সম্মান জানিয়েছেন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। সেখান থেকে বাইডেন বলেন, “আমার শুধু একটাই কষ্ট সে (বো বাইডেন) এখন নেই। না হলে আমি তাঁকে প্রেসিডেন্ট হিসাবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতাম।” আরও একবার বাইডেন বোঝালেন, তিনি হোয়াইট হাউসে গেলেও ডেলাওয়ার থাকবে তাঁর বুকে। পড়ুন বিস্তারিত: মৃত ছেলেকে শ্রদ্ধা জানিয়ে ওয়াশিংটনে প্রবেশ বাইডেনের