Helicopter Crash: প্রশিক্ষণ চলাকালীনই মাঝ আকাশ থেকে পাক খেতে খেতে ভেঙে পড়ল ব্ল্যাক হক হেলিকপ্টার, মৃত ২

US Helicopter Crash: বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মার্কিন প্রতিরক্ষা দফতর সূত্রে জানান হয়েছে, ইউএইচ-৬০ হেলিকপ্টার, যা ব্ল্যাক হক হেলিকপ্টার নামেই পরিচিত, তা দুর্ঘটনার মুখে পড়ে।

Helicopter Crash: প্রশিক্ষণ চলাকালীনই মাঝ আকাশ থেকে পাক খেতে খেতে ভেঙে পড়ল ব্ল্যাক হক হেলিকপ্টার, মৃত ২
দুর্ঘটনার পরই কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2023 | 7:58 AM

আলবামা: ভেঙে পড়ল ব্ল্যাক হক হেলিকপ্টার(Black Hawk Helicopter)। বুধবার আমেরিকার আলবামায়(Alabama)  ট্রেনিং চলাকালীন টেনেসির ন্যাশনাল গার্ডের একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে কপ্টারটিতে আগুনও ধরে যায়। দুর্ঘটনায় হেলিকপ্টারে উপস্থিত দুইজন পাইলটেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, সে সম্পর্কে এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ  জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মার্কিন প্রতিরক্ষা দফতর সূত্রে জানান হয়েছে, ইউএইচ-৬০ হেলিকপ্টার, যা ব্ল্যাক হক হেলিকপ্টার নামেই পরিচিত, তা দুর্ঘটনার মুখে পড়ে। প্রশিক্ষণের জন্যই ওই ব্ল্যাক হক কপ্টারটি ব্যবহার করা হচ্ছিল। আলবামার কাছে হান্টসভিলের উপর দিয়ে যাওয়ার সময়ই আচমকাই বিপত্তি ঘটে, শহরের উত্তরপূর্ব অংশে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। সঙ্গে সঙ্গেই হেলিকপ্টারে আগুন ধরে যায়।

তদন্তকারী দলের প্রধান ব্রেন্ট প্যাটারসন জানান, ব্ল্যাক হক হেলিকপ্টারে মোট দুইজন ছিলেন। দুর্ঘটনায় কেউই বাঁচেননি। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে, ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এখনও অবধি কপ্টারের ব্ল্যাক বক্সও উদ্ধার হয়নি। তা উদ্ধার হলেই দুর্ঘটনার আসল কারণ জানা যাবে।

স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, দুপুর সাড়ে তিনটে নাগাদ হঠাৎ বিকট একটি বিস্ফোরণের শব্দ কানে আসে। এর কিছুক্ষণের মধ্যেই জঙ্গল থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরই সেই স্থানে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি নজরে আসে। সঙ্গে সঙ্গে পুলিশ-প্রশাসনকে খবর দেওয়া হয়। দ্রুত এমার্জেন্সি রেসপন্স টিমের একাধিক গাড়িকে ঘটনাস্থলে ছুটে আসতেও দেখা যায়। ইতিমধ্যেই বেশ কিছু ফুটেজ সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, আচমকাই আকাশ থেকে পাক খেতে খেতে মাটিতে আছড়ে পড়ছে হেলিকপ্টারটি। সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়।

মার্কিন রিপ্রেজেন্টেটিভ ডল স্ট্রং টুইট করে বলেন, “ম্যাডিসন কাউন্টিতে যে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে, তাতে আমি অত্যন্ত দুঃখিত। এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”