Titanic: টাইটানিক দেখতে গিয়ে অতলান্তিকের তলে নিখোঁজ পর্যটক-সহ ডুবোজাহাজ!
Titanic: অতলান্তিক সাগরের নীচে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে, সোমবার (১৯ জুন), বেশ কয়েকজন পর্যটককে নিয়ে হারিয়ে গেল একটি সাবমেরিন বা ডুবোজাহাজ।

ওয়াশিংটন: ১৯১২ সালের এপ্রিলে ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউইয়র্ক যাওয়ার জন্য প্রথম সমুদ্রযাত্রায় রওনা দিয়েছিল সেই সময়ের সবথেকে বিখ্য়াত জাহাজ টাইটানিক (Titanic)। দাবি করা হয়েছিল, জাহাজটি কখনও ডুববে না। কিন্তু, প্রথম যাত্রারই মাঝপথে একটি আইসবার্গের সঙ্গে সংঘর্ষের অতলান্তিক সাগরে ডুবে গিয়েছিল জাহাজটি। মৃত্যু হয়েছিল প্রায় ১,৫০০-ও বেশি মানুষের। তারপর থেকে সমুদ্রপৃষ্ঠের প্রায় ১২,৫০০ নীচে পড়ে রয়েছে জাহাজটির ধ্বংসাবশেষ। আর সেই ধ্বংসাবশেষ দেখতে গিয়েই, সোমবার (১৯ জুন), বেশ কয়েকজন পর্যটককে নিয়ে অতলান্তিকে হারিয়ে গেল একটি সাবমেরিন বা ডুবোজাহাজ। কানাডার দক্ষিণ-পূর্ব উপকূলের কাছে এক জায়গায় প্রায় উধাও হয়ে গিয়েছে ডুবোজাহাজটি। সেটির সন্ধানে ব্যাপক অভিযান চলছে। জানা গিয়েছে, বোস্টন কোস্ট গার্ড এই অনুসন্ধান অভিযান পরিচালনা করছে। তবে তারা এই বিষয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি।
ওশানগেট এক্সপেডিশনস (OceanGate Expeditions) নামে এক বেসরকারি সংস্থা ডুবোজাহাজের মাধ্যমে টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে নিয়ে যায় পর্যটকদের। আট দিনের যাত্রার জন্য ২,৫০,০০০ মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় ২ কোটি টাকারও বেশি) টিকিট কাটতে হয়। কানাডার নিউফাউন্ডল্যান্ড উপকূল থেকে তারা যাত্রা শুরু করে। এদিন, তারা এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, তাদের পরিচালিত ডুবোজাহাজটির সঙ্গে তাদের যাবতীয় সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ঠিক কতজন নিখোঁজ, তা জানানো হয়নি। তবে সূত্রের খবর ৫ জন পর্যটক এবং কয়েকজন ক্রু সদস্য ছিলেন ডুবোজাহাজটিতে। ওশানগেট এক্সপিডিশনস জানিয়েছে, ডুবোজাহাজটিতে থাকা ব্যক্তিদের উদ্ধারের জন্য তারা সমস্ত উপায় অবলম্বন করছে। ওশানগেটের বিবৃতি অনুযায়ী, “ডুবোজাহাজটির সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনের জন্য আমাদের পাশে দাঁড়িয়েছে বেশ কয়েকটি সরকারি সংস্থা এবং গভীর সমুদ্রের অভিযান পরিচালনাকারী সংস্থা। এর জন্য আমরা তাদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।” তারা ক্রু সদস্যদের পরিবারবর্গের পাশে আছে বলে জানিয়েছে সংস্থাটি।
The wreck of the Titanic lies about 400 miles off the coast of Newfoundland. Without any cell towers in the middle of the ocean, we are relying on @Starlink to provide the communications we require throughout this year’s 2023 Titanic Expedition.
More: https://t.co/F7OtKI0En7 pic.twitter.com/wr7HeKlGjj
— OceanGate Expeditions (@OceanGateExped) June 14, 2023
ডুবোজাহাজটির যাত্রীদের সকলের পরিচয় না পাওয়া গেলেও, ব্রিটিশ ব্যবসায়ী তথা অভিযাত্রী হামিশ হার্ডিং তাঁদের একজন বলে জানিয়েছে তাঁর পরিবার। গত বছর ‘দ্য ব্লু অরিজিন’ সংস্থার রকেটে চড়ে তিনি মহাকাশ যাত্রা করেছিলেন। রবিবারই তিনি ওশানগেটের জাহাজে চড়ে টাইটানিক দেখতে যাওয়ার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, নিউফাউন্ডল্যান্ডে এই বছর আবহাওয়া খুবই খারাপ। তাই, সোমবারের অভিযানটিই ২০২৩ সালের একমাত্র টাইটানিক ধ্বংসাবশেষ অভিযান। এর পরের অভিযান হবে আবার সেই ২০২৪ সালের জুনে। এদিন ভোর ৪টে নাগাদ ডুব দেওয়া শুরু হবে বলে ঠিক ছিল। সাধারণত একেকবারে ১০ ঘণ্টা জলের নীচে থাকে সাবমেরিনটি। কিন্তু, এদিন ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও তার দেখা মেলেনি।
?يحاول خفر سواحل بوسطن تحديد موقع غواصة تيتان?حطام تيتانيك يقع في قاع المحيط على بعد حوالي 370 ميلاً من نيوفاوندلاند
?OceanGate Expeditions هي واحدة من الشركات الوحيدة التي تدير الرحلات.https://t.co/0n0F93w1is pic.twitter.com/zeAQ2950TL
— ⭐ Index Hakeem ?⭐ (@hakrashaa) June 19, 2023
১৯৮৫ সালে কানাডা উপকূল থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে প্রথমবার আবিষ্কার হয়েছিল টাইটানিকের ধ্বংসাবশেষ। ডুবে যাওয়ার সময় মাঝখান থেকে ভাগ হয়ে গিয়ে সমুদ্র তলদেশে দুটি অংশে পড়ে আছে টাইটানিক। ১৯৯৭ সালের টাইটানিকের ডুবে যাওয়া এবং তার ধ্বংসাবশেষ আবিষ্কারের কাহিনি অবলম্ব করে একটি চলচ্চিত্র বানিয়েছিলেন হলিউডি চিত্র পরিচালক জেমস ক্যামেরন। আর এই চলচ্চিত্রই টাইটানিক-এর কাহিনিকে অমর করে দিয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে টাইটানিক নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। টাইটানিনের ধ্বংসাবশেষের জায়গাটি জনপ্রিয় পর্যটনস্থলে পরিণত হয়েছে।
