Cyclone In Bangladesh: শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে রেমাল, বৃষ্টি ভোগাবে আজ সারাদিন
Bangladesh: বর্তমানে অনেকটা শক্তি হারিয়েছে সে। শক্তি আর বৃদ্ধিপাওয়ার কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া দফতরের অধিকর্তা আজিজুর রহমান। তিনি জানিয়েছেন, আজ সকাল ৯টা (বাংলাদেশের সময় অনুযায়ী) বর্তমানে ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
বাংলাদেশ: দুই বাংলাকে কার্যত নাকানি-চোবানি খাওয়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবারই বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আছড়ে পড়েছে রেমাল। তখন গতিবেগ ছিল প্রায় ১১১ কিলোমিটার। পটুয়াখালি জেলার খেপুপাড়ায় প্রথম আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড়।
বর্তমানে অনেকটা শক্তি হারিয়েছে সে। শক্তি আর বৃদ্ধিপাওয়ার কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া দফতরের অধিকর্তা আজিজুর রহমান। তিনি জানিয়েছেন, আজ সকাল ৯টা (বাংলাদেশের সময় অনুযায়ী) বর্তমানে ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে আজ সারাদিন বৃষ্টি হবে গোটা দেশে। আগামিকাল থেকে কিছুটা কমবে বৃষ্টি। বুধবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে।
বাংলাদেশের আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ২০৩ মিলিমিটার। কুতুবদিয়ায় ১২৫ মিলিমিটার, সাতক্ষীরায় ৯৩ মিলিমিটার,পটুয়াখালিতে ৭২ মিলিমিটার,খুলনায় ৬৫ মিলিমিটার, খেপুপাড়ায় ৫৮ মিলিমিটার, ভোলা ৪১ মিলিমিটার ও ঢাকায় সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এ দিকে, ঝড়ে কার্যত তছনছ হয়েছে সে দেশের একাধিক বাড়ি, দোকান। নষ্ট হয়েছে গাছ। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। বিদ্যুৎ না থাকায় কার্যত বিদ্যুৎহীন হয়ে রয়েছে অনেক এলাকা।