ব্রিটেনের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন আম ভারতীয়রাও! কারা দিতে পারবেন ভোট

Britain Elections: সবথেকে চমকপ্রদ বিষয় হল, ব্রিটেনের সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন ভারতীয়রাও। হ্যাঁ সত্যি। কী ভাবছেন? ব্রিটেনের প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভুত বলে? না একেবারেই তা নয়। বরং, এর পিছনে রয়েছে অন্য এক বড় কারণ।

ব্রিটেনের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন আম ভারতীয়রাও! কারা দিতে পারবেন ভোট
ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: May 27, 2024 | 7:39 PM

এ দেশে লোকসভা ভোট মিটতে না মিটতেই আবার ব্রিটেনে সাধারণ নির্বাচন। দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্য়েই। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক জানিয়ে দিয়েছেন, আগামী ৪ জুলাই সেখানে সাধারণ নির্বাচন আয়োজিত হবে। আর সবথেকে চমকপ্রদ বিষয় হল, ব্রিটেনের সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন ভারতীয়রাও। হ্যাঁ সত্যি। কী ভাবছেন? ব্রিটেনের প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভুত বলে? না একেবারেই তা নয়। বরং, এর পিছনে রয়েছে অন্য এক বড় কারণ। তাছাড়া শুধুমাত্র ভারতীয় হলেই আপনি ভোট দিতে পারবেন না। ব্রিটেনের ভোটে অংশ নেওয়ার জন্য নির্দিষ্ট কিছু মাপকাঠি রয়েছে ভারতীয়দের জন্য।

ব্রিটেনের সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার জন্য আপনাকে অন্তত ৬ মাস সেখানে থাকতে হবে। যদি ব্রিটেনের কোনও ঠিকানায় আপনি অন্তত ৬ মাস থাকেন, তাহলে আপনি ব্রিটেনের আসন্ন সাধারণ নির্বাচনে ভোটদানে অংশ নিতে পারেন। যাঁরা স্টুডেন্ট ভিসা কিংবা ওয়ার্কিং ভিসা নিয়ে ব্রিটেনে গিয়েছেন, তাঁদের এবার ভোটদানের সুযোগ দেওয়া হচ্ছে ব্রিটেনে। কেন এই সুযোগ মিলছে ভারতীয়দের? কীসের ভিত্তিতে ব্রিটেনের সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ভারতীয়রা? ভারতীয়দের এই সুযোগ দেওয়া হচ্ছে, কারণ ভারত হল ব্রিটিশ কমনওয়েলথের একটি সদস্য রাষ্ট্র।

আমাদের দেশে ভোটের ক্ষেত্রে ভোটারদের নির্দিষ্টি সচিত্র পরিচয়পত্র থাকে। কিন্তু ব্রিটেনে এতদিন ভোটারদের জন্য এমন কোনও ব্যবস্থা ছিল না। তবে এবার প্রথমবার সচিত্র পরিচয়পত্র নিয়ে ভোট দেবেন ব্রিটিশরা। সম্প্রতি ঋষি সুনকের সরকার এই সংক্রান্ত আইন পাশ করিয়েছে। এবার ব্রিটেনের ৪ কোটি ৭০ লাখ ভোটার নিজেদের ফটো আইডি ব্যবহার করে মতদান করবেন।