AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Death in Mecca: কঠিন হচ্ছে হজ যাত্রা, মৃত্যু হল অন্তত ৫৫০ যাত্রীর

Hajj Pilgrimage: ইদের পরেরদিনই জানা গিয়েছে, হজে গিয়ে তিউনিশিয়ার ৩৫ জন বাসিন্দার মৃত্যু হয়েছে। অনেক যাত্রীর সন্ধানই পাচ্ছেন না আত্মীয়রা। হাসপাতালে হাসপাতালে চলছে খোঁজ। মৃত্যুর খবর এসেছে জর্ডন থেকেও।

Death in Mecca: কঠিন হচ্ছে হজ যাত্রা, মৃত্যু হল অন্তত ৫৫০ যাত্রীর
মক্কায় এক হজ যাত্রীImage Credit source: AFP
Follow Us:
| Updated on: Jun 19, 2024 | 12:22 PM

মক্কা: মক্কায় গিয়ে মৃত্যু একের পর এক হজ যাত্রীর। এখনও পর্যন্ত অন্তত ৫৫০ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর। কূটনীতিকদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার এই রিপোর্ট প্রকাশ করেছে এএফপি। আরবের দুই কূটনীতিক জানিয়েছেন, বেশিরভাগ মৃত্যুই হয়েছে প্রবল গরমের কারণে। মৃতদের মধ্যে ৩২৩ জন মিশরের বাসিন্দা বলে জানা গিয়েছে।

গত ৩০ বছরে হজ যাত্রায় গিয়ে মৃত্যুর ঘটনা কম ঘটেনি। কখনও পদপিষ্ট হয়ে, কখনও তাঁবুতে আগুন লেগে গিয়ে বহু হজ যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এবছরের হজ যাত্রা শুরু হয়েছে গত শুক্রবার থেকে। তারপর থেকেই তাপমাত্রা হু হু করে বেড়েছে।

গত সোমবার অর্থাৎ ইদের দিন সৌদি আরবের তাপমাত্রা পৌঁছেছিল ৫১.৮ ডিগ্রি সেলসিয়াসে। সৌদির তাপমাত্রা যেভাবে বাড়ছে, তাতে হজ যাত্রা যে আগামিদিনে কঠিন হয়ে পড়বে, সেই সম্ভাবনার কথা আগেই বলা হয়েছিল। আর সেটাই এবার সত্যি হতে চলেছে।

ইদের পরেরদিনই জানা গিয়েছে, হজে গিয়ে তিউনিশিয়ার ৩৫ জন বাসিন্দার মৃত্যু হয়েছে। অনেক যাত্রীর সন্ধানই পাচ্ছেন না আত্মীয়রা। হাসপাতালে হাসপাতালে চলছে খোঁজ। মৃত্যুর খবর এসেছে জর্ডন থেকেও। ইরানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ১১ জন যাত্রীর মৃত্যু হয়েছে, ২৪ জন হাসপাতালে ভর্তি। এদিকে, মঙ্গলবারই ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে হজ যাত্রায় গিয়েছেন এমন ১৪০ জন নাগরিকের মৃত্যু হয়েছে। গরম নাকি অন্য কোনও কারণ, তা অবশ্য স্পষ্ট করেনি ইন্দোনেশিয়া।

হজ যাত্রীরা অবশ্য মনে করেন, পথ যতই কঠিন হোক না কেন, পূণ্য অর্জনে হজে যেতে হবে সব বাধা অতিক্রম করে। সৌদি আরবের প্রশাসনের তরফে বারবার সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, ছাতা ব্যবহার করতে হবে, রোদ থেকে দূরে থাকতে হবে। অনুমান করা হচ্ছে, এবছরের হজ যাত্রীর সংখ্যা হতে পারে ১৮ লক্ষ।