Earthquake hits Afghanistan: ১৪০০ জনের মৃত্যুর ৪৮ ঘণ্টার মধ্যেই ফের আতঙ্ক আফগানিস্তানে, এবার কী হল?
Earthquake hits Afghanistan: স্বজনহারা ও গৃহহারারা এখনও ওই ভূমিকম্পের আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি। তার মধ্যেই এদিন ভূমিকম্পে কেঁপে উঠল কুনার প্রদেশেই। এই প্রদেশে বিপর্যয় মোকাবিলা বাহিনীর মুখপাত্র এহসানউল্লাহ এহসান বলেন, "কুনারের যে এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, এদিন সেখানেই ভূমিকম্প অনুভূত হয়।"

কাবুল: শোক কাটিয়ে ওঠার আগেই ফের আতঙ্ক আফগানিস্তানে। ভূমিকম্পে ১৪০০ জনের প্রাণহানির এখনও ৪৮ ঘণ্টা কাটেনি। তারই মধ্যে ফের ভূমিকম্প ভারতের পড়শি এই দেশে। এবার রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.২। মঙ্গলবার এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে নতুন করে ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে।
রবিবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জালালাবাদ থেকে ২৭ কিলোমিটার দূরে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কুনার প্রদেশ। শুধু এই প্রদেশেই ১৪০০ জনের বেশি প্রাণ হারান। আহত হন ৩ হাজার ১০০ জনের বেশি। ৫ হাজার ৪০০-র বেশি বাড়ি ভেঙে পড়ে। পার্শ্ববর্তী নানগরহর প্রদেশে আরও কয়েকজনের মৃত্যু হয়। আহত হন একশো জনের বেশি।
স্বজনহারা ও গৃহহারারা এখনও ওই ভূমিকম্পের আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি। তার মধ্যেই এদিন ভূমিকম্পে কেঁপে উঠল কুনার প্রদেশেই। এই প্রদেশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর মুখপাত্র এহসানউল্লাহ এহসান বলেন, “কুনারের যে এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, এদিন সেখানেই ভূমিকম্প অনুভূত হয়। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি হয়নি।”
আফগানিস্তান সরকারের মুখপাত্র হামদুল্লাহ ফিতরত বলেন, “অনেক ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও যাওয়া যাচ্ছে না। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।” বিশ্বের একাধিক দেশ সাহায্যের ঘোষণা করেছে বলে তিনি জানান।
ওবাইদুল্লাই স্টোমন নামে এক যুবক বলেন, নিজের বন্ধুকে খুঁজতে ওয়াদিরের একটি গ্রামে গিয়েছিলেন তিনি। সেখানে ধ্বংসস্তূপের ছবি দেখে আঁতকে ওঠেন। তাঁর কথায়, “বন্ধুকে আমি দেখতে পাইনি। কিন্তু, সেখানকার দৃশ্য দেখা যন্ত্রণাদায়ক ছিল। চারদিকে শুধুই ধ্বংসস্তূপ।”
