কলকাতা: হাতে মাত্র আর ক’টা দিন। নিউজ৯ গ্লোবাল সামিটে স্টুটগার্ডে বসছে রথী-মহরথীদের চাঁদের হাট। জোরকদমে চলছে তোড়জোড়। ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চলা এই মহাসমারোহে কাছাকাছি আসতে চলেছেন ভারত ও জার্মানির তাবড় তাবড় রাষ্ট্রনেতারা। যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বক্তব্য রাখতে চলেছেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের একবার ‘বিকশিত ভারতের’ স্বপ্ন ফেরি করতে চলেছেন একেবারে আন্তর্জাতিক আঙিনায়।
কীভাবে আগামী কয়েক বছরের মধ্যে গোটা বিশ্বে নেতার মসনদে থাকা দেশগুলির সঙ্গে ভারতও একাসনে আসতে পারে সেই সম্ভাবনার কথাও তুলে ধরতে চলেছেন ভারতের রাষ্ট্রপ্রধান। উচ্ছ্বসিত টিভি৯ বাংলার এমডি-সিইও বরুণ দাস। জার্মানি-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নতির বিষয়ে আশাবাদী তিনিও। স্পষ্টই বলছেন, “বোঝাপড়া ও সমঝোতার নিরিখে ইউরোপের দেশগুলির মধ্যে জার্মানির সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই ভাল থেকেছে।”
এবারের সামিটে অটোমোবাইল সেক্টর নিয়ে আলোচনা বিশেষ গুরুত্ব পেতে চলেছে বলে জানা যাচ্ছে। ‘Future of Mobility’ শীর্ষক আলোচনায় এ নিয়ে কথা বলতে চলেছেন অটোমোবাইল সেক্টরের তাবড় তাবড় সব ব্যক্তিত্বরা। সেলফ-ড্রাইভিং গাড়ি থেকে ইলেকট্রিক গাড়ি, হাইব্রিড গাড়ি নিয়েও বিশেষ আলোচনা হতে চলেছে বলে খবর। উপস্থিত থাকছেন মারুতি সুজুকির কর্পোরেট অ্যাফেয়ার্সেক এগজিকিউটিভ ডাইরেক্টর রাহুল ভারতী। Bosch SDS এর CEO, দেবাশিস বিশোই। টাটা মোটরসের CVBU, CMO শুভ্রাংশু সিং, মার্সেডিজ বেঞ্জে MD-CEO সন্তোষ আইআর।
প্রসঙ্গত, এই গোটা সামিটের সহ-উপস্থাপকের ভূমিকায় থাকছে বুন্দেসলিগা ক্লাব ভিএফবি স্টুডগার্ড। সহযোগিতার হাত বাড়িয়েছে বাদেন-উটেসবার্গ প্রশাসন। বরুণের দাসের মতে, রাজনীতিক বা বিনোদন, ব্যবসা বা তথ্য-প্রযুক্তি বা খেলা, এই গোটা সামিটের মূল লক্ষ্যই হচ্ছে সর্বক্ষেত্রে দুই দেশের সম্পর্কের ভীত আরও শক্ত করা।