AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ghana: সিংহের খাঁচায় ঢুকে সিংহ শাবক চুরির চেষ্টা, ঘটে গেল হাড় হিম করা ঘটনা…

Ghana: ঘানার আক্রা চিড়িয়াখানায় সিংহ শাবক চুরি করতে এক ব্যক্তি ঢুকেছিলেন সিংহের খাঁচায়। তাঁর যা পরিণতি হল, শুনলে শিউরে উঠবেন।

Ghana: সিংহের খাঁচায় ঢুকে সিংহ শাবক চুরির চেষ্টা, ঘটে গেল হাড় হিম করা ঘটনা...
(প্রতীকী ছবি)
| Edited By: | Updated on: Aug 30, 2022 | 3:27 PM
Share

আক্রা: চিড়িয়াখানায় সিংহের খাঁচায় প্রবেশ করেছিল সে। খাঁচায় ছিল সিংহের একটা গোটা পরিবার – সিংহ, সিংহী এবং দুটি শাবক। সম্ভবক একটি শাবক চুরি করার চেষ্টা করেছিল সে। কিন্তু, তার পরিণতি হয়েছে মারাত্মক। খাঁচার বেড়া টপকাতেই তার উপর ঝাঁপিয়ে পড়ে সিংহী। লোকটিকে শুধু মারেনি, তারপর তাকে খেয়েছেও সিংহ পরিবার। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে গত রবিবার (২৮ অগস্ট), ঘানার আক্রা চিড়িয়াখানায়।

স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী ওই দিন দুপুর ১২টা নাগাদ সিংহের খাঁচায় ওই ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল। অনুপ্রবেশকারীর উদ্দেশ্য সম্পর্কে পুরোপুরি নিশ্চিত না হওয়া গেলেও, চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং আক্রা পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, পারিপার্শ্বিক প্রমাণ থেকে বোঝা যাচ্ছে, শাবক চুরি করার ব্যর্থ প্রচেষ্টার পর, অনুপ্রবেশকারী সিংহরা আক্রমণ করেছিল, এবং তার অনেকটা অংশ তারা খেয়ে ফেলেছে।

ঘানার ভূমি ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী বেনিটো ওউসু বায়ো বলেছেন: “খাঁচায় সিংহের শাবক ছিল। কেউ যদি সেই শাবকের কাছাকাছি আসে, তাহলে তারা মনে করে সে শাবকটিকে চুরি করার চেষ্টা করছে, অথবা তার ক্ষতি করার চেষ্টা করছে। তাই আমরা এই ধরনের কিছু করা থেকে জনগণকে বিরত থাকতে বলছি।”

ক্ষতবিক্ষত দেহটি আবিষ্কারের পর সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়েছিল। পুলিশ এসে ঘটনাস্থলের প্রয়োজনীয় ফরেন্সিক পরীক্ষা করে। তারপর, সেখান থেকে মৃতদেহটি সরিয়ে নিয়ে যায়। সূত্রের খবর, দেহাংশগুলি সংরক্ষণ ও ময়নাতদন্তের জন্য পুলিশ হাসপাতালের মর্গে জমা দেওয়া হয়েছে। এই তদন্তের বিষয়ে পুলিশ বিভাগ অনেকটাই নির্ভর করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের উপর। প্রাথমিকভাবে, ওই ব্যক্তি শাবক চুরি করতে গিয়েই সিংহের শিকার হয়েছেন বলে মনে করা হলেও, এর পিছনে অন্য কোনও ঘটনা আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এক বিবৃতিতে পুলিশ বিভাগ বলেছে, “চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং বনায়ন কমিশনের সঙ্গে যৌথভাবে আমরা এই দুর্ভাগ্যজনক ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করছি।”

এদিকে, চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে সিংহ, সিংহী এবং শাবক দুটি নিরাপদেই রয়েছে। এই ঘটনার ফলে চিড়িয়াখানা থেকে কোনও সিংহ পালিয়ে যায়নি।