Bangladesh: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী, ভর্তি ICU-তে, জানাল ISKCON
Bangladesh: আরও এক হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতার করার খবর সামনে এসেছে ইতিমধ্যেই। ভারত সরকার সেই গ্রেফতারির প্রতিবাদ জানিয়েছে ও বাংলাদেশকে বার্তা দিয়েছে যাতে সে দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া হয়।
বাংলাদেশ: গত কয়েকদিন ধরে জেলে রয়েছেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভের আগুন জ্বলছে বাংলাদেশে। চিন্ময় কৃষ্ণের মুক্তি চেয়ে ভারতেও প্রতিবাদ সভা সংগঠিত হচ্ছে। আজ, মঙ্গলবার সেই সন্ন্যাসীর জামিন মামলার শুনানি হওয়ার কথা। তিনি মুক্তি পান কি না, সেদিকে তাকিয়ে আছে বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দুরা। আর সেই মামলা ওঠার ঠিক আগেই হামলা চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর ওপর। ইসকন (ISKCON)-এর মুখপাত্রের প্রকাশ করা তথ্য অনুযায়ী, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন চিন্ময় কৃষ্ণের আইনজীবী রমেন রায়।
ইসকন-এর মুখপাত্র রাধারমণ দাস এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে দাবি করেছেন, ভয়ঙ্কর হামলা চালানো হয়েছে আইনজীবী রমেন রায়ের ওপর। রাধারমণ দাস লিখেছেন, “তাঁর একমাত্র অপরাধ ছিল তিনি চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে মামলা লড়ছিলেন।” ওই আইনজীবীর বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। তবে বাংলাদেশের একাধিক আইনজীবী এই অভিযোগ অস্বীকার করেছেন।
শুধু চিন্ময় কৃষ্ণ দাস নয়, শ্যামদাস প্রভু নামে আরও এক হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতার করার খবর সামনে এসেছে ইতিমধ্যেই। ভারত সরকার সেই গ্রেফতারির প্রতিবাদ জানিয়েছে ও বাংলাদেশকে বার্তা দিয়েছে যাতে সে দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া হয়।
এদিকে, একাধিক আইনজীবীর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলেও সূত্রের খবর। চিন্ময়ের আইনজীবীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু হয়েছে নলে জানা যাচ্ছে। সন্ন্যাসীর আইনজীবী শুভাশিস শর্মা সহ মোট ৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে চট্টগ্রাম থানায়।
Please pray for Advocate Ramen Roy. His only ‘fault’ was defending Chinmoy Krishna Prabhu in court.
Islamists ransacked his home and brutally attacked him, leaving him in the ICU, fighting for his life.#SaveBangladeshiHindus #FreeChinmoyKrishnaPrabhu pic.twitter.com/uudpC10bpN
— Radharamn Das राधारमण दास (@RadharamnDas) December 2, 2024