AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Microsoft Exits Pakistan: চাপে পড়ে ২৫ বছরের সম্পর্ক ছিন্ন, পাকিস্তান ছাড়ল মাইক্রোসফট

বিশেষজ্ঞরা বলছেন,পাকিস্তানে কিন্তু মেধাবী প্রযুক্তিবিদের অভাব ছিল না। সস্তায় দক্ষ কর্মী মেলা সত্ত্বেও কাজের পরিবেশ না থাকায় কেটে পড়তে বাধ্য হল মাইক্রোসফট।

| Edited By: | Updated on: Jul 08, 2025 | 9:11 PM
Share

গোদের ওপর বিষফোঁড়া। মরার ওপর খাঁড়ার ঘা। চেয়ে-চিন্তে, ভিক্ষে করে চলে পাকিস্তানের অর্থনীতি। এরকম একটা অবস্থায় তাদের আরও বিপাকে ফেলে দিল মাইক্রোসফট। পাকিস্তান থেকে ব্যবসা গুটিয়ে নিল দুনিয়ার অন্যতম বৃহৎ এই বহুজাতিক সংস্থা। পাকিস্তানে মাইক্রোসফটের কান্ট্রি হেড জাওয়াদ রেহমান লিঙ্কডইনে এ’কথা জানিয়েছেন। কেন মাইক্রোসফট পাকিস্তান ছেড়ে গেল? কারণ অনেকগুলো। তার একটা কারণ, বঙ্গবাসীরা ভালই বুঝতে পারবে।

সময়টা, নয়ের দশকের গোড়ার দিক। অসমে তখন আলফার দৌরাত্ম্য চরমে। অসমে অফিস চালানোর জন্য আলফাকে কত টাকা দিতে হয়েছে, টাটারা সেটা লিখিতভাবে তাদের অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টে জানিয়েছিল। কর্পোরেটে যেটা সাধারণত হয় না। কথাটা প্রাসঙ্গিক, কারণ পাকিস্তানে মাইক্রোসফটের কান্ট্রি হেড জাওয়াদ রেহমান, ওয়াশিংটনের রেডমন্ডে সংস্থার হেড অফিসে যে রিপোর্ট পাঠিয়েছেন, তাতে তিনি তোলাবাজিতে প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠার কথাই বলেছেন। সেই রিপোর্ট সামনে আসেনি। তবে, সূত্রের খবর এটাই। পাকিস্তানে অফিস চালাতে গিয়ে জঙ্গিদের টাকা দিতে হচ্ছিল। স্থানীয় দুষ্কৃতীরা চোখ রাঙাচ্ছিল। তাদেরও সন্তুষ্ট করতে হচ্ছিল। দীর্ঘদিন এভাবে চলার পর পরিস্থিতি অসহ্য হয়ে ওঠায় অবশেষে পাততাড়ি গোটাতে বাধ্য হয়েছে মাইক্রোসফট। এর সঙ্গে আছে পাকিস্তানের ভেঙে পড়া অর্থনীতি, অস্থির রাজনৈতিক অবস্থা, চড়া করের হার, রুপির দাম পড়ে যাওয়ার মতো আরও নানা কারণ। ফলে, আর সেখানে দফতর খুলে রাখার ঝুঁকি নিতে চাইলো না মাইক্রোসফট।

বিশেষজ্ঞরা বলছেন,পাকিস্তানে কিন্তু মেধাবী প্রযুক্তিবিদের অভাব ছিল না। সস্তায় দক্ষ কর্মী মেলা সত্ত্বেও কাজের পরিবেশ না থাকায় কেটে পড়তে বাধ্য হল মাইক্রোসফট। জাওয়াদ রেহমান তাঁর পোস্টে লিখেছেন, পাকিস্তান থেকে মাইক্রোসফটের বিদায় সেদেশের জ্বলন্ত সমস্যাগুলোর প্রতিফলন। পরিস্থিতি ঠিক না হলে আগামী দিনে আরও নানা সংস্থা তল্পিতল্পা গুটিয়ে পালাবে। প্রাক্তন পাক প্রেসিডেন্ট আরিফ আলভিও খোলাখুলি এই নিয়ে তাঁর চিন্তার কথা জানিয়েছেন। বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ। প্রশাসন বেহাল। সেই কারণেই মাইক্রোসফট চলে গেল। রেখে গেল ভবিষ্যতের জন্য বিপদ সংকেত। দেখুন, ২০০০ সালে পাকিস্তানে ব্যবসা শুরু করে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট। দীর্ঘ ২৫ বছর ধরে দেশটায় ডিজিটাল ব্যবস্থা চালু করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা। পাকিস্তানের গ্রামীণ এলাকায় কম্পিউটার পৌঁছে দেওয়া, ব্যবসায় ডিজিটালাইজেশন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা চালু করার মতো নানা ক্ষেত্রে প্রধান ভূমিকা ছিল তাদের। মাইক্রোসফটের হাত ধরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু কাজের সুযোগও পাকিস্তানে তৈরি হয়েছে। আপাতত সেসবই অতীত। পাকিস্তান স্বখাত সলিলে।