Nobel Prize: অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন অধ্যাপক ক্লাউডিয়া গোল্ডিন
Nobel in Economic sciences: অর্থনীতি বিজ্ঞানে ২০২৩-এর নোবেল পুরস্কার প্রাপক হিসাবে মার্কিন অধ্যাপক ক্লাউডিয়া গোল্ডিনের নাম ঘোষণা করা হল। মহিলাদের শ্রম উন্নয়নে বিশেষ দিশা দেখানোর স্বীকৃতি হিসাবেই নোবেল পুরস্কার পেলেন গোল্ডিন।

সুইডেন: অর্থনীতি বিজ্ঞানে নোবেল পুরস্কার (Nobel Prize) পেলেন অধ্যাপক ক্লাউডিয়া গোল্ডিন। সোমবার রয়্যাল সুইডিস অ্যাকাডেমি অফ সায়েন্সের তরফে সাংবাদিক বৈঠক করে অর্থনীতি বিজ্ঞানে ২০২৩-এর নোবেল পুরস্কার প্রাপক হিসাবে গোল্ডিনের (Prof. Claudia Goldin) নাম ঘোষণা করা হল। মহিলাদের শ্রম উন্নয়নে বিশেষ দিশা দেখানোর স্বীকৃতি হিসাবেই নোবেল পুরস্কার পেলেন গোল্ডিন।
রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সের তরফে অর্থনীতি বিজ্ঞানে নোবেল প্রাপক হিসাবে ক্লাউডিয়া গোল্ডেনের নাম ঘোষণা করে বলা হয়, মহিলাদের উপার্জন এবং শ্রমবাজারে অংশগ্রহণের প্রথম ব্যাপক বিবরণ প্রদান করেছেন ক্লডিয়া গোল্ডিন। এছাড়া সমাজ বদলের কারণও উঠে এসেছে তাঁর গবেষণায়।
সম্প্রতি নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে ইরানের জেলবন্দি মানবাধিকার কর্মী নার্গেস মোহাম্মদি। দেশে ‘নারীর নিপীড়নের বিরুদ্ধে লড়াই’ এবং ‘সকলের জন্য মানবাধিকার ও স্বাধীনতা প্রচারের জন্য’ নার্গেসকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করেছে নোবেল কমিটি। এরপরই মহিলাদের শ্রম ক্ষেত্রে বিশেষ দিশা দেখানোর জন্য অর্থনীতি বিজ্ঞানে গোল্ডিনের নাম ঘোষণা করল নোবেল কমিটি।
প্রসঙ্গত, গত ২ অক্টোবর থেকে শুরু হয়ে ৯ অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হল। গত ২ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে, ৩ অক্টোবর পদার্থে, ৪ অক্টোবর রসায়নে, ৫ অক্টোবর সাহিত্যে এবং ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। তার দু-দিন পর এদিন অর্থনীতিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হল।
গত বছর অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন ৩ মার্কিন নাগরিক। তাঁরা হলেন, বেন এস বারন্যাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড ও ফিলিপ এইচ ডিবভিগ। ব্যাঙ্ক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণার জন্য নোবেল পেয়েছিলেন তাঁরা।
