North Korea: ‘পরমাণু বোমার পরীক্ষা জারি থাকবে’, ট্রাম্পের হুঁশিয়ারি উড়িয়ে জানাল কিমের দেশ
North Korea slams US for demanding denuclearization: উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রস্তাব দিয়েছিল ওয়াশিংটন। সেই প্রস্তাব উড়িয়ে কিম জানালেন, আরও জোরকদমে চলবে পরমাণু বোমা তৈরির কাজ। পাল্টা তিনি বলেন, "দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।" বারবার হস্তক্ষেপ করলে ফল ভাল হবে না বলেও সরাসরি ট্রাম্পকেই হুঁশিয়ারি দেন কিম।

পিয়ংইয়ং: পরমাণু অস্ত্র তৈরির পরীক্ষা তারা থামাবে না। আমেরিকা ও রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাব উড়িয়ে জানিয়ে দিল কিম জং উনের উত্তর কোরিয়া। বলল, পারমাণবিক পরীক্ষা নিয়ে তাদের অবস্থান অপরিবর্তনীয়। উল্টে কিমের যুক্তি, আমেরিকার পারমাণবিক হুমকির মোকাবিলার জন্য এই পরীক্ষা জরুরি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে উত্তর কোরিয়ার শাসক কিম জানিয়ে দিলেন, “বারবার হস্তক্ষেপ করলে ফল ভাল হবে না।” কিমের এই হুঁশিয়ারিতে সিঁদুরে মেঘ দেখছে আন্তর্জাতিক মহল।
কিম-কে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণের প্রস্তাব দেয় আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি এজেন্সি (IAEA) ও আমেরিকা। আমেরিকা ও রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাব উড়িয়ে দেন উত্তর কোরিয়ার শাসক কিম। তাঁর বক্তব্য, পিয়ংইয়ংয়ের পক্ষে এখন আর পরমাণু গবেষণা থামানো সম্ভব নয়।
উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা নিয়ে সোমবার গভীর উদ্বেগ প্রকাশ করেছিল IAEA। তাদের বক্তব্য, “উত্তর কোরিয়ার কাছে পরমাণু বোমা থাকা দুনিয়ার জন্য বিপজ্জনক।” কিমের দেশে অন্তত দুটি পরমাণু কেন্দ্রে যুদ্ধকালীন তৎপরতা দেখে প্রমাদ গুণছে IAEA। সংস্থার প্রধান রাফাল গ্রসির অভিযোগ, ভয়ঙ্কর পরমাণু বোমা বানাচ্ছে উত্তর কোরিয়া।

এই ছবি সামনে আসতেই বেড়েছে উদ্বেগ
উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রস্তাব দিয়েছিল ওয়াশিংটন। সেই প্রস্তাব উড়িয়ে কিম জানালেন, আরও জোরকদমে চলবে পরমাণু বোমা তৈরির কাজ। পাল্টা তিনি বলেন, “দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।” বারবার হস্তক্ষেপ করলে ফল ভাল হবে না বলেও সরাসরি ট্রাম্পকেই হুঁশিয়ারি দেন কিম। তাঁর বক্তব্য, “আমেরিকার কাছেই সবচেয়ে বেশি পরমাণু বোমার ভাণ্ডার রয়েছে।” আমেরিকার পারমাণবিক হুমকির মোকাবিলার জন্যই পরমাণু পরীক্ষা চলবে বলে কিম জানিয়ে দেন।
