China: কর্মক্ষেত্রে প্রেম করলেই মোটা অঙ্কের বোনাস দিচ্ছে এই কোম্পানি
China: সংস্থাটির কর্মচারীদের মধ্যে আনন্দ এবং উৎফুল্লতা বৃদ্ধির জন্যই এই সিদ্ধান্ত। সরাসরি তাঁরা জীবনে প্রেম এবং ডেটিং এনে 'সুখী' দেখতে চাইছে কর্মচারীদের। কিন্তু প্রেম করলে খরচ তো হবেই। কোনও চিন্তা নেই সেনিয়ে। কারণ বোনাস নেহাত কম নয়। বিষয়টি একটু তলিয়ে খোঁজ করে দেখা গিয়েছে, এই বিশেষ উদ্যোগের জন্য ক্যাশ রিওয়ার্ড বা আর্থিক পুরস্কার দিচ্ছে কোম্পানিটি।
চিনা কোম্পানির নয়া চমক। কর্মক্ষেত্রে প্রেম খুঁজলেই মিলবে কড়কড়ে বোনাস! নাহ, এ কোনও গল্প নয়, সত্যি। কারণ ইতিমধ্যেই ‘রোম্যান্স’ করার জন্য কোম্পানির কর্মচারিদের জন্য প্রায় দশ হাজার ইয়ান যা ভারতীয় মূল্যে, ১ লক্ষ ১৬ হাজার টাকা বোনাস দিচ্ছে চিনা কোম্পানি। দক্ষিণ চিনের শ্যেনজান শহরের এই আজব কোম্পানির আজব সিদ্ধান্ত আপাতত মাতাচ্ছে নেটমাধ্যমকে।
কেন এমন উদ্যোগ?
সংস্থাটির কর্মচারিদের মধ্যে আনন্দ এবং উৎফুল্লতা বৃদ্ধির জন্যই এই সিদ্ধান্ত। সরাসরি তাঁদের জীবনে প্রেম এবং ডেটিং এনে ‘সুখী’ দেখতে চাইছে কর্মচারিদের। কিন্তু প্রেম করলে খরচ তো হবেই। কোনও চিন্তা নেই সে নিয়ে। কারণ বোনাস নেহাত কম নয়। বিষয়টি একটু তলিয়ে খোঁজ করে দেখা গিয়েছে, এই বিশেষ উদ্যোগের জন্য ক্যাশ রিওয়ার্ড বা আর্থিক পুরস্কার দিচ্ছে কোম্পানিটি। নিজেদের ডেটিং প্ল্যাটফর্ম রয়েছে তাদের। সাউথ চায়না মর্নিং পোস্ট কাগজে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কোম্পানি এই উদ্যোগ তিন মাসের মধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। যদি কোনও কর্মচারি বাইরের কারোও সঙ্গে প্রায় তিন মাস সম্পর্ক রাখতে পারে, তাহলে সেই কর্মচারি এবং তার সঙ্গীকে এক হাজার ইয়ান অর্থাৎ ভারতীয় মূল্যে ১১হাজার ৭০০ টাকা দেওয়া হবে!
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ১১ নভেম্বর পর্যন্ত কোম্পানির ওই বিশেষ প্ল্যাটফর্মে প্রায় ৫০০ পোস্ট পাবলিশ হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত পুরস্কারের অঙ্ক ছুঁয়েছে দশ হাজার ইয়ান। ভারতীয় মূল্যে তা ১ লক্ষ ১৬ হাজার টাকা।
বস্তুত চিনে বিবাহ এবং জন্মের হার অনেকটাই নিচের দিকে। সে দেশে সরকারের রিপোর্ট বলছে, মাত্র ৪.৭৪ মিলিয়ন যুগল বিয়ে করেছে ২০২৪ সালের প্রথম তিন মাসে। যেটা প্রমাণ করে, বিবাহের গ্রাফ কমেছে ১৬.৬ শতাংশ। কারণ তার আগের রেকর্ড বলছে এই সময়ে বিয়ে হয়েছে ৫.৬৯ মিলিয়ন। এছাড়াও দেশের জন্ম হার অনেক কমে গিয়েছে। ২০২২সালে জন্মের হার ছিল ৬.৭৭। কিন্তু ২০২৩ সালে প্রতি হাজারে জন্মের এই হার নেমেছে ৬.৩৯।