Afghanistan-Pakistan Clash: পুরোদমে যুদ্ধ লাগল বলে, আফগানিস্তানে এয়ারস্ট্রাইক পাকিস্তানের, কমপক্ষে মৃত ১২
Pakistan Airstrike: স্পিন বলডাকের চামান সীমান্ত ক্রসিংয়ের কাছে এয়ারস্ট্রাইক চালিয়েছে পাকিস্তান। কমপক্ষে তিনটি আফগান-তালিবান পোস্টে হামলা চালানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ড্রোনও ব্যবহার করা হয়েছে এই হামলায়। এই হামলায় কমপক্ষে ১২ জনেরর মৃত্যু হয়েছে।

কাবুল: পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে আরও। আফগানিস্তানে ফের এয়ারস্ট্রাইক চালাল পাকিস্তান। আফগানিস্তানের স্পিন বলডাকে এয়ারস্ট্রাইক চালিয়েছে। এই হামলায় এখনও পর্যন্ত কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এই সংঘর্ষের পরই আফগানিস্তান ও পাকিস্তান ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে।
জানা গিয়েছে, স্পিন বলডাকের চামান সীমান্ত ক্রসিংয়ের কাছে এয়ারস্ট্রাইক চালিয়েছে পাকিস্তান। কমপক্ষে তিনটি আফগান-তালিবান পোস্টে হামলা চালানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ড্রোনও ব্যবহার করা হয়েছে এই হামলায়। এই হামলায় কমপক্ষে ৪ জন পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর মৃত্যু হয়েছে। ১২ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে শতাধিক স্থানীয় বাসিন্দা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, পাকিস্তানের হামলার পর কালো ধোঁয়া উঠছে স্পিন বোলডাক থেকে।
New satellite imagery from today indicates significant post‑strike damage at the “Asmat Ullah Karar Camp” near Spin Boldak, Afghanistan, recently targeted by Pakistan amid escalating border hostilities; visible signatures include multiple impact points, roof collapses, debris… pic.twitter.com/n9DfHqVgrC
— Defence Chronicle India ™ (@TheDCIndia) October 15, 2025
প্রসঙ্গত, বিগত এক সপ্তাহেরও বেশি সময় ধরে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ চলছে। সীমান্তে ক্রমেই উত্তেজনা বেড়ে চলেছে। এই সংঘর্ষের শুরু হয়েছিলপাকিস্তানের এয়ারস্ট্রাইকে। কাবুলে গত সপ্তাহে হামলা করেছিল পাকিস্তান। এর জবাবে ১১ অক্টোবর রাতে, আফগান বাহিনী পাকিস্তানের একাধিক মিলিটারি পোস্টে হামলা চালিয়েছিল। আফগান প্রশাসন দাবি করেছিল, এই হামলায় ৫৮ জন পাক সেনাকে নিকেশ করা হয়েছে। পাকিস্তান যদিও দাবি করে যে তাদের ২৩ জন সেনার মৃত্যু হয়েছে। পাল্টা তারা ২০০-রও বেশি তালিবান ও তাদের সঙ্গে যুক্ত জঙ্গিদের নিকেশ করেছে।
The Pakistani army launched yet another unprovoked attack on Afghanistan’s Spin Boldak district,killing over 12 civilians &injured >100. Civilians shud never b caught in crossfire of military aggression. I stand with the Afghan people &their right to live free from violence. pic.twitter.com/wLLUVQpi6d
— Neelz Khawaja (@KhaNeelz) October 15, 2025
এই সংঘর্ষ শুরু হওয়ার পরই পাকিস্তানের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে বাণিজ্য ও যাতায়াতের জন্য। চামান সীমান্তও বন্ধ ছিল। তবে রবিবার আটকে পড়া ১৫০০ আফগান নাগরিককে দেশে ফেরার জন্য সীমান্ত খুলে দেওয়া হয়েছিল।
