AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan-Saudi Arabia Pact: ‘এক দেশের উপরে হামলা মানে দুই দেশের উপরেই হামলা’, সৌদির সঙ্গে চুক্তি পাকিস্তানের, ভারত কী বলছে?

India on Pakistan-Saudi Arabia Defence Pact: সৌদির যুবরাজের আমন্ত্রণেই রিয়াধ গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে চুক্তি স্বাক্ষর হওয়ার পরই বিবৃতিতে বলা হয়েছে, "দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও বৃদ্ধি করা হচ্ছে। যে কোনও আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা হবে একসঙ্গে।"

Pakistan-Saudi Arabia Pact: 'এক দেশের উপরে হামলা মানে দুই দেশের উপরেই হামলা', সৌদির সঙ্গে চুক্তি পাকিস্তানের, ভারত কী বলছে?
পাকিস্তান-সৌদি আরবের মধ্যে চুক্তি স্বাক্ষর।Image Credit: PTI
| Updated on: Sep 18, 2025 | 11:28 AM
Share

রিয়াধ: প্রতিরক্ষা নিয়ে বড় চুক্তি পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে। পাকিস্তানের উপরে হামলা করলে, তা সৌদি আরবের উপরেও হামলা বলে গণ্য করা হবে। একইভাবে সৌদি আরবের উপরে হামলা হলেও, তা পাকিস্তানের উপরে আক্রমণ বলে ধরা হবে। বুধবার রিয়াধে সৌদি আরবে যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে দেখা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এরপরই দুই দেশের মধ্যে ‘কৌশলগত এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’-তে স্বাক্ষর করে। এদিকে, পাকিস্তান-সৌদি আরবের চুক্তি স্বাক্ষরের পরই ভারতও পরিস্থিতির উপরে নজর রাখছে বলে জানিয়েছে। ভারত জানিয়েছে, এই চুক্তি দুই দেশের দীর্ঘকালীন বোঝাপড়াকেই নিশ্চিত করল।

সৌদির যুবরাজের আমন্ত্রণেই রিয়াধ গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে চুক্তি স্বাক্ষর হওয়ার পরই বিবৃতিতে বলা হয়েছে, “দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও বৃদ্ধি করা হচ্ছে। যে কোনও আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা হবে একসঙ্গে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ আট দশকের বন্ধুত্বের উপরে ভিত্তি করেই এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে। সৌভাতৃত্ব ও ইসলামিক ঐক্য যেমন এই চুক্তির ভিত্তি, তেমনই প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতাও অন্যতম একটি স্তম্ভ। এই চুক্তি দুই দেশের নিরাপত্তাকে আরও মজবুত করবে এবং শান্তি অর্জন করতে সাহায্য করবে।”

জঙ্গি হানায় পাকিস্তানের মদত নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি পাক জঙ্গিদের পহেলগাঁওতে হামলা এবং তারপর অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। এরপরই ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত শুরু হয়। সেই আবহে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের এই চুক্তি বিশেষ ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে।

ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, “সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়েছে। সরকার এই বিষয়ে অবগত। এতে আমাদের দেশের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতাবস্থার উপরে কী প্রভাব পড়তে পারে, তা পর্যালোচনা করে দেখা হবে। সরকার জাতীয় স্বার্থ রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এক্ষেত্রে উল্লেখ করা উচিত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক উন্নত হয়েছে। চলতি বছরেই এপ্রিল মাসে প্রধানমন্ত্রী মোদী যখন রিয়াধে গিয়েছিলেন, সেই সময় সৌদি আরবও পহেলগাঁও হামলার নিন্দা করেছিল।