Suchitra Sen Film Festival: সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হবে মার্কিন মুলুকে
আমেরিকার নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে, ২০ ও ২১ এপ্রিল প্রথম বারের মতো আয়োজিত হবে এই চলচ্চিত্র উৎসব। সুচিত্রা সেনের নামে চলচ্চিত্র উৎসবের কথা ঢাকার প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয়েছে। সেখানে শনিবার উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত এবং বাংলা সিনেমা জগতের নায়ক তথা সদ্য রাজনীতির ময়দানে নামা ফিরদৌস আহমেদ।
ঢাকা: সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ঘোষণা শনিবার হল বাংলাদেশের রাজধানী ঢাকায়। আমেরিকার নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে, ২০ ও ২১ এপ্রিল প্রথম বারের মতো আয়োজিত হবে এই চলচ্চিত্র উৎসব। সুচিত্রা সেনের নামে চলচ্চিত্র উৎসবের কথা ঢাকার প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয়েছে। সেখানে শনিবার উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত এবং বাংলা সিনেমা জগতের নায়ক তথা সদ্য রাজনীতির ময়দানে নামা ফিরদৌস আহমেদ।
এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সম্পর্কে উৎসবের প্রধান সমন্বয়কারী হাসানুজ্জামান সাকী বলেছেন, “পাবনায় সুচিত্রা সেনের পৈত্রিক বাড়ি উদ্ধারে আন্দোলনের ইতিহাস-প্রেক্ষাপট এবং বরেণ্য অভিনেত্রীর প্রতি আবেগ-ভালবাসার স্থান থেকে এই আন্তর্জাতিক উৎসবের উদ্যোগ। উৎসবে স্লোগান থাকবে বিশ্বজুড়ে বাংলা ছবি।” বিদেশের মাটিতে বাংলা ছবিকে ছড়িয়ে দিতেই মার্কিন মুলুকে আয়োজন। এ নিয়ে হাসানুজ্জামান বলেন, “বাংলা ছবির বিশ্বায়ন এর উদ্দেশ্য। অর্থাৎ বিদেশে বাংলা চলচ্চিত্রের দর্শক তৈরি করা। বিদেশে বাঙালি চলচ্চিত্র কর্মীদের কাজের স্বীকৃতি এবং অভিবাসী চলচ্চিত্র কর্মীদের সঙ্গে আমেরিকার মূলধারার চলচ্চিত্র কর্মীদের সেতুবন্ধন রচনাও করবে এই উৎসব।”
সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব নিয়ে বাংলাদেশের অভিনেতা ফিরদৌস বলেছেন, “বিশ্বজুড়ে বাংলা চলচ্চিত্র ছড়িয়ে দেয়ার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। ভাষার মাসে জীবন উৎসর্গ করা শহিদদের স্মরণ করতে চাই। আমরা বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে চাই আমাদের কাজের মাধ্যমে, বাংলা চলচ্চিত্রের মাধ্যমে।” ফিরদৌস জানিয়েছেন, উৎসবের জন্য ইতিমধ্যেই ছবি বাছাইয়ের কাজ শুরু হয়েছে। ৬ এপ্রিল সুচিত্রা সেনের জন্মদিন অবধি ছবি জমা দেওয়া যাবে।
আমেরিকার অভিবাসীদের নির্মিত বাংলাদেশি ও ভারতীয় চলচ্চিত্র এবং পপুলার ক্যাটাগরিতে চলচ্চিত্রের বিভিন্ন শাখায় পুরস্কার দেওয়া হবে। প্রতিটি ক্যাটাগরিতে বাংলাদেশ ও ভারতের জন্য আলাদা পুরস্কারের ব্যবস্থা থাকবে বলেও জানা গিয়েছে।