AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New US Envoy: ‘সাপ’ বলেছিলেন মাস্ক! সেই ‘ডান হাতকেই’ ভারতে দূত করে পাঠালেন ট্রাম্প

Trump's New US Envoy to India: নয়া মার্কিন দূতের দায়িত্ব বৃদ্ধি এতদিন সীমিত থাকার কারণ ছিল ট্রাম্প 'বন্ধু' মাস্ক। তিনিই ব্যাপারটাকে চেপে রেখেছিলেন। কিন্তু মাস্কের সঙ্গে আবার সার্জিয়োর কী সমস্যা?

New US Envoy: 'সাপ' বলেছিলেন মাস্ক! সেই 'ডান হাতকেই' ভারতে দূত করে পাঠালেন ট্রাম্প
বাঁদিকে ডোনাল্ড ট্রাম্প, ডান দিকে সার্জিয়ো গোরImage Credit: X
| Updated on: Aug 24, 2025 | 1:46 AM
Share

নয়াদিল্লি: তিনি প্রেসিডেন্সিয়াল পার্সোনেল, সহজ ভাষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ডান হাত’। এতদিন হোয়াইট হাউসের সমস্ত কাজ নিজেই বুঝে নিতেন। তবে সময়ের সঙ্গে দায়িত্ব বাড়তে চলেছে তাঁর। নাম সার্জিয়ো গোর। হোয়াইট হাউস থেকে এবার তিনি সরাসরি চলে আসবেন ভারতে। মার্কিন রাষ্ট্রদূত হিসেবে। স্বাভাবিক, ট্রাম্পই পাঠাচ্ছেন।

তবে এই সার্জিয়োর দায়িত্ব বাড়ার সঙ্গেই ফের শুরু হয়েছে অতীত নিয়ে কাটাছেঁড়া। একাংশ মনে করেন, নয়া মার্কিন দূতের দায়িত্ব বৃদ্ধি এতদিন সীমিত থাকার কারণ ছিল ট্রাম্প ‘বন্ধু’ মাস্ক। তিনিই ব্যাপারটাকে চেপে রেখেছিলেন। কিন্তু মাস্কের সঙ্গে আবার সার্জিয়োর কী সমস্যা?

কয়েক মাস আগের কথা ট্রাম্পের থেকে পাওয়া বিশেষ পদ ছাড়া নিয়ে টালবাহানা দেখাচ্ছেন টেসলা কর্তা ইলন মাস্ক। তারপরই স্বাভাবিক নিয়মেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাঁর শুরু হল বচসা। বন্ধু যে কখন রাতারাতি ‘দুশমন’ হয়ে গেল, তা বিশ্ববাসীকে বুঝতে বেশ হোঁচট খেতে হয়েছে। কেউ কেউ বললেন, ওটা ট্রাম্পের মন।

এই সময়কালে শুধু ট্রাম্প নয়, মাস্কের সংঘাত বাঁধল সার্জিয়োর সঙ্গেও। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, সার্জিয়োর উপর হোয়াইট হাউসের কর্মীদের যাচাই ও সেই সংক্রান্ত নিরাপত্তার দায়িত্ব ছিল, যা নাকি ঠিক মতো করছিলেন না তিনি, অভিযোগ মাস্কের। অবশ্য হোয়াইট হাউস সেই দাবিকে নস্যাৎ করেছিল। তখনই সার্জিয়োকে সাপ বলে বিধেছিলেন মাস্ক। এবার মাস্কের বলা সেই সাপ পেলেন গুরু দায়িত্ব। আসছেন ভারত। পাশাপাশি, দক্ষিণ এবং মধ্য এশিয়ারও বাড়তি দায়িত্ব পেয়েছেন তিনি।