Bangladesh: আওয়ামী লীগ নেতার মা-কাকিমাকে বাড়িতে জ্যান্ত পুড়িয়ে মারল দুষ্কৃতীরা

Suman Kalyan Bhadra | Edited By: সঞ্জয় পাইকার

Dec 09, 2024 | 12:07 AM

Bangladesh: গত ৫ অগস্ট প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তার ৩ দিন পর অন্তর্বর্তী সরকার গঠন হয়। হাসিনা দেশ ছাড়ার পরই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের নেতাদের উপর হামলা শুরু হয়। মৃত্যুও হয় অনেকের।

Bangladesh: আওয়ামী লীগ নেতার মা-কাকিমাকে বাড়িতে জ্যান্ত পুড়িয়ে মারল দুষ্কৃতীরা
প্রতীকী ছবি

Follow Us

ঢাকা: বাড়ির ভিতর রয়েছেন পরিবারের সদস্যরা। সেই অবস্থাতেই এক আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। পুড়ে মৃত্যু হল ওই আওয়ামী লীগ নেতার মা ও কাকিমার। রবিবার ঘটনাটি ঘটেছে বাংলাদেশের মৌলভী বাজার সদর উপজেলায়।

এদিন মৌলভী বাজার সদর উপজেলার ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান তথা জেলা যুব লীগের সহ-সভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় চরমপন্থীরা। তখন বাড়ির ভিতর ছিলেন রুমেলের মা ও কাকিমা। তাঁরা বাইরে বেরনোর সুযোগ পাননি। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে বাড়িটি। আগুনের লেলিহান শিখায় বাড়ির মধ্যে পুড়ে মৃত্যু হয় তাঁদের।

শুধু রুমেলের বাড়িতে নয়। এদিন জেলা ছাত্র লীগ নেতা হেলালের বাড়িতেও আগুন ধরিয়ে দেয় কট্টরপন্থীরা। সেখানে অবশ্য কেউ জখম হননি। দুই আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ধরানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।

এই খবরটিও পড়ুন

গত ৫ অগস্ট প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তার ৩ দিন পর অন্তর্বর্তী সরকার গঠন হয়। হাসিনা দেশ ছাড়ার পরই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের নেতাদের উপর হামলা শুরু হয়। মৃত্যুও হয় অনেকের। রবিবারই লন্ডনে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন হাসিনা। সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর হামলার নিন্দা করেন। ইউনূস প্রশাসনকে তীব্র আক্রমণ করেন তিনি। আর এদিনই এক আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা।

 

Next Article
Bangladesh: আরও এক সিদ্ধান্ত ইউনূস প্রশাসনের, এবার কাকে নিশানা?
Bangladesh Situation: বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক অবস্থান কতটা পাল্টেছে ভারতের? দুই বাংলার মানুষ কী ভাবছেন?