Bangladesh: আরও এক সিদ্ধান্ত ইউনূস প্রশাসনের, এবার কাকে নিশানা?

Suman Kalyan Bhadra | Edited By: সঞ্জয় পাইকার

Dec 08, 2024 | 11:25 PM

Bangladesh: বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।"

Bangladesh: আরও এক সিদ্ধান্ত ইউনূস প্রশাসনের, এবার কাকে নিশানা?
বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

Follow Us

ঢাকা: ঘরে বাইরে চাপ বাড়ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর। ফের অশান্ত পদ্মাপারের দেশ। এই পরিস্থিতিতে ইউনূস প্রশাসন বলছে, বাংলাদেশে অবৈধভাবে অনেকে বসবাস করছেন। তাঁদের থাকতে দেবেন না বলে হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তবে কোনও দেশের নাগরিকরা অবৈধভাবে থাকছেন, তা উল্লেখ করতে চাইলেন না বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা।

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাঁদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র-সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হল। অন্যথায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্বরাষ্ট্র মন্ত্রকের ওই বিবৃতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা রবিবার সাংবাদিকদের বলেন, “কোনও দেশের নাম উল্লেখ করছি না। তবে কোনও দেশেরই অবৈধ নাগরিকদের বাংলাদেশে থাকতে দেব না। তালিকা পাওয়ার পর পরবর্তী পদক্ষেপের কথা জানাব।”

এই খবরটিও পড়ুন

কূটনীতিকরা বলছেন, কোনও দেশেই অবৈধভাবে থাকা যায় না। তেমন হলে সেই দেশ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে। কিন্তু, এভাবে ঘোষণা করে ইউনূস প্রশাসন কাদের নিশানা করতে চাইছে, সেই প্রশ্ন উঠেছে। কোন নথি দেখে বিবেচনা করা হবে যে কেউ বৈধভাবে নাকি অবৈধভাবে বাস করছেন? এই বিবৃতির মাধ্যমে ইউনূস প্রশাসনের উদ্দেশ্য নিয়েও জল্পনা শুরু হয়েছে।

 

Next Article
Milanmela: এবার মিলনমেলাও বন্ধ করে দিল বাংলাদেশ!
Bangladesh Situation: বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক অবস্থান কতটা পাল্টেছে ভারতের? দুই বাংলার মানুষ কী ভাবছেন?