Russia-Ukraine War : হামলার মাঝেও দৃঢ় প্রত্যয়, রাশিয়ার প্যাট্রল বোট ধ্বংস করল ইউক্রেন, দাবি কিয়েভের

Russia-Ukraine War : কিয়েভের তরফে জানানো হয়েছে তারা রাশিয়ার দুটো টহলদারি বোট ড্রোন হামলায় ডুবিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক এই হামলা সংক্রান্ত বিবৃতি প্রকাশ করে বলে, ‘আজ ভোরে স্নেক আইল্যান্ডের কাছে রাশিয়ার দুটি ব়্যাপ্টর বোট ধ্বংস করা হয়েছে।’

Russia-Ukraine War : হামলার মাঝেও দৃঢ় প্রত্যয়, রাশিয়ার প্যাট্রল বোট ধ্বংস করল ইউক্রেন, দাবি কিয়েভের
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক এই সাদাকালো ছবি প্রকাশ করেছে। ছবি সৌজন্যে : টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2022 | 11:29 PM

কিয়েভ : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দুই মাস পেরিয়ে গিয়েছে। কিন্তু যুদ্ধের আগুনের গনগনে আঁচে এখনও তপ্ত ইউক্রেনের আকাশ বাতাস। রুশ সেনাবাহিনীর চরম অত্যাচারের ছবি বিশ্ববাসী দেখেছেন। তবে রাশিয়ার সেনার চোখ রাঙানির কাছে দমে যায়নি ইউক্রেনীয়রা। বুক চিতিয়ে যতটা সম্ভব লড়ে গিয়েছেন। স্বল্প সরঞ্জামেও কিছু কিছু সময় হেলিয়ে দিয়েছে রুশ বাহিনীকে। সোমবারও এরকম একটি ঘটনার নজির দেখা গেল। কিয়েভের তরফে জানানো হয়েছে তারা রাশিয়ার দুটো টহলদারি বোট ড্রোন হামলায় ডুবিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক এই হামলা সংক্রান্ত বিবৃতি প্রকাশ করে বলে, ‘আজ ভোরে স্নেক আইল্যান্ডের কাছে রাশিয়ার দুটি ব়্যাপ্টর বোট ধ্বংস করা হয়েছে।’

এদিকে টুইটে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক একটা সাদাকালো ছবি প্রকাশ করে। ভিডিয়োতে একটি সামরিক বোটে বিস্ফোরণ হতে দেখা যাচ্ছে। উল্লেখ্য, ব়্যাপ্টর টহল নৌকায় তিনজন ক্রু এবং ২০ জন কর্মী বহন করা যায়। এগুলি সাধারণত মেশিনগানে সজ্জিত থাকে এবং টহলদারি বা ল্যান্ডিং অপারেশনে ব্যবহৃত হয়। মনে করা হচ্ছে তুরস্কের থেকে পাওয়া সামরিক ড্রোনের সাহায্যে রুশ বোটগুলিকে ধ্বংস করে ইউক্রেন। কারণ রুশ বোট ডুবিয়ে দেওয়ার দাবির পর ইউক্রেনীয় সামরিক প্রধান ভ্যালেরি জালুৎজ়নিকে বলতে শোনা যায়, ‘বায়রাক্টররা (তুরস্ক থেকে আসা সামরিক ড্রোন) কাজ করছে।’

এদিকে একটি রেডিয়ো বার্তালাপ ভাইরাল হওয়ার পর থেকেই ইউক্রেনীয় প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে স্নেক আইল্যান্ড। সেবার ইউক্রেনীয় সৈন্যরা রাশিয়ান যুদ্ধজাহাজের ক্রুদের আত্মসমর্পণের দাবি প্রত্যাখ্যান করেছিল। রাশিয়ার তরফে সেবারে মস্কোভা রণতরী ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করতে বলেছিল। পরে সেই মস্কোভা রণতরীতে একটি বিস্ফোরণ হয়েছিল। যার জেরে রণতরীটি ডুবে গিয়েছিল কৃষ্ণ সাগরেই। ইউক্রেনের তরফে দাবি করা হয়েছিল, তাদের ছোড়া ক্ষেমণাস্ত্রেই ধ্বংস হয়েছিল রুশ রণতরী মস্কোভা।

আরও পড়ুন : PM Modi in German : ‘ইউক্রেন যুদ্ধে কোনও দেশেরই জয় হবে না,’ জার্মানিতে দাঁড়িয়ে বললেন মোদী