ওয়াশিংটন: রাস্তায় যেন কোনও গর্ত না থাকে। মুছে ফেলতে হবে দেওয়াল চিত্র। হোয়াইট হাউসের সামনে থেকে সরাতে হবে তাঁবু। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার পর এই নির্দেশই দেন ডোনাল্ড ট্রাম্প। কারণ, তিনি চাননি, বিশ্বের রাষ্ট্রনেতারা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এসে সেইসব চিত্র দেখুন। ওয়াশিংটন ডিসিকে সুন্দর শহর হিসেবে তুলে ধরাই তাঁর লক্ষ্য। শুক্রবার নিজেই একথা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত ২০ জানুয়ারি দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেন ট্রাম্প। তারপর একাধিক রাষ্ট্রনেতা আমেরিকা সফর করেছেন। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি আমেরিকা সফরে যান প্রধানমন্ত্রী মোদী। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন তিনি। এছাড়াও একাধিক রাষ্ট্রনেতা আমেরিকা সফরে যান। রাষ্ট্রনেতাদের আমেরিকা সফরের সময় হোয়াইট হাউসের সামনে রাস্তায় যাতে কোনও গর্ত না থাকে, সেই নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প।
এদিন রাষ্ট্রনেতাদের আমেরিকা সফরের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, “যখন ভারতের প্রধানমন্ত্রী মোদী, ফ্রান্সের প্রেসিডেন্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী-সহ রাষ্ট্রনেতারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন, তখন আমি চাইনি, তাঁরা এখানে তাঁবু দেখুন। চাইনি তাঁরা গ্রাফিতি দেখুন। তাঁরা রাস্তায় গর্ত দেখুন, এগুলো চাইনি। শহরকে সুন্দর দেখাতে চেয়েছি।”
এরপরই তিনি বলেন, “আমরা আমাদের শহরকে পরিষ্কার করছি। এই মহান রাজধানী পরিষ্কার করছি। যখন মানুষ এখানে আসবেন, তখন তাঁদের কোনও কিছু চুরি হবে না। গুলি চলবে না। ধর্ষণ হবে না।” ওয়াশিংটন ডিসিকে অপরাধমুক্ত করাই তাঁর লক্ষ্য বলে ট্রাম্প জানান। রাজধানীতে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পদক্ষেপের জন্য ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোসারের উচ্ছ্বসিত প্রশংসা করলেন ট্রাম্প।