Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Budget 2022: ‘প্রধানমন্ত্রীজী সাফ বলেছিলেন…’, আয়কর কাঠামো অপরিবর্তিত রাখার কারণ জানালেন অর্থমন্ত্রী

Income Tax: মঙ্গলবারের বাজেটে অর্থমন্ত্রী আয়করের উর্ধ্বসীমায় কোনও পরিবর্তনের ঘোষণা না করলেও, বিশেষভাবে সক্ষমদের ঋণের ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা, আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে ভুল সংশোধনের সুযোগ ও সংশোধিত রিটার্ন দাখিলের জন্য দুই বছরের সময়সীমার কথা ঘোষণা করেন।

Budget 2022: 'প্রধানমন্ত্রীজী সাফ বলেছিলেন...', আয়কর কাঠামো অপরিবর্তিত রাখার কারণ জানালেন অর্থমন্ত্রী
করের কাঠামোয় কেন পরিবর্তন এল না, জানালেন অর্থমন্ত্রী। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2023 | 3:50 PM

নয়া দিল্লি: মঙ্গলে বাজেট (Budget 2022) পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন(Nirmala Sitharaman)। তারপর থেকেই মিলছে মিশ্র প্রতিক্রিয়া। বিরোধী রাজনৈতিক দলগুলি যেমন এই বাজেটকে অন্তঃসারশূন্য বলে দাবি করেছেন, তেমনই সরকারের তরফে এই বাজেটকে উন্নয়নের দিশা প্রদর্শনকারী হিসাবেই অ্যাখ্যা দেওয়া হয়েছে। সাধারণ মানুষ ও করদাতারা আয়করে কিছু ছাড় মেলার আশা করলেও, এই প্রত্যাশা থাকলেও শেষ অবধি তা পূরণ হয়নি। তবে মধ্যবিত্তের ঘাড়ে অতিরিক্ত করের বোঝাও চাপায়নি সরকার। বাজেট পেশের পর সেই সিদ্ধান্তের কারণও জানালেন অর্থমন্ত্রী। তিনি বললেন, “প্রধানমন্ত্রীর (Narendra Modi) সাফ নির্দেশ ছিল করোনাকালে যেন কর না বাড়ানো হয়।”

বাজেট পেশের পরই দুপুরে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানেই তিনি বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করেন, বাজেটে নেওয়া নানা সিদ্ধান্তের কারণ ও আগামিদিনে এর কী ফল মিলবে, সেই বিষয়ে কথা বলেন। আয়কর অপরিবর্তিত রাখার প্রসঙ্গ উঠতেই অর্থমন্ত্রী বলেন, “আমরা এই করোনাকালে কর বাড়াতে চাইনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর সাফ বার্তা ছিল যেন এই করোনা পরিস্থিতিতে করের বোঝা বাড়ানো না হয়। গত বছরও উনি একই নির্দেশ দিয়েছিলেন।”

বাজেট পেশ করার সময়ই অর্থমন্ত্রী বলেছিলেন, “সরকারের লক্ষ্য় হল করোনা অতিমারির জন্য যে ক্রমাগত বাধার সৃষ্টি হচ্ছে অর্থনীতিকে এবং মুদ্রাস্ফীতি বাড়ছে, তা রুখে দেশের অর্থনীতিকে এগিয়ে যাওয়ারজন্য প্রয়োজনীয় শক্তি জোগাতে।”

বর্তমানে দেশ স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন করছে। ‘আজাদি কা অমৃত মহোৎসবে’র উদযাপনও করা হচ্ছে কেন্দ্রের তরফে। এই বাজেট আগামী ২৫ বছরের দেশের অর্থনীতির নীল নকশা হতে চলেছে বলেই জানান অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাজেটের প্রশংসা করে বলেন, “এই বাজেট সকলের উপকার করবে, বিশেষত গরিব ও সমাজের পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের। নতুন বাজেটে পরিকাঠামো উন্নয়নের অনেক সুযোগ রয়েছে, তেমনই আবার বিনিয়োগ, সমৃদ্ধি ও আরও কর্মসংস্থানেরও সুযোগ রয়েছে। এই বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ দিকই ছিল গরিবদের উন্নয়ন।”

মঙ্গলবারের বাজেটে অর্থমন্ত্রী আয়করের উর্ধ্বসীমায় কোনও পরিবর্তনের ঘোষণা না করলেও, বিশেষভাবে সক্ষমদের ঋণের ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা, আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে ভুল সংশোধনের সুযোগ ও সংশোধিত রিটার্ন দাখিলের জন্য দুই বছরের সময়সীমার কথা ঘোষণা করেন।

এছাড়াও কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের সুবিধা ও সুরক্ষা নিশ্চিত করতে, রাজ্য সরকারি কর্মীদের করের ছাড় ১০ শতাংশ থেকে বৃদ্ধি করে ১৪ শতাংশ করার কথাও জানান তিনি। ন্যাশনাল পেনশন স্কিমের অধীনে এতদিন কেন্দ্রীয় সরকারের কর্মীরা ১৪ শতাংশ ও রাজ্য সরকারি কর্মীরা ১০ শতাংশ হারে করে ছাড় পেতেন। এবার কেন্দ্র-রাজ্য সরকারি কর্মীদের মধ্যে বিভেদ দূর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অর্থমন্ত্রী জানান।

আগামী ২০২২-২৩ অর্থবর্ষ থেকেই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া দেশের নিজস্ব ডিজিটাল মুদ্রা আনবে ব্লকচেইনের ব্যবহার করে, একথাও জানান তিনি। একইসঙ্গে ডিজিটাল সম্পত্তির উপর ৩০ শতাংশ করের কথাও ঘোষণা করেন।

বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'