Budget 2022: বিজেপিকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা উচিৎ! কেন এমন মনে করেন কেসিআর?

budget 2022: বাজেটে দেশের গরিব ও মধ্যবিত্তদের জন্য কিছু নেই, এক শ্রেণীর ধনীদের সুযোগ সুবিধা দিয়ে খুশি করতে এই বাজেট পেশ করা হয়েছিল বলেই দাবি করেছিলেন বিরোধীরা।

Budget 2022: বিজেপিকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা উচিৎ! কেন এমন মনে করেন কেসিআর?
Follow Us:
| Edited By: | Updated on: Feb 02, 2022 | 12:58 PM

হায়দরাবাদ: গতকালই ২০২২-২০২৩ আর্থিক বর্ষের বাজেট (Budget 2022) পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। বাজেট পেশের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের তরফে বাজেট নিয়ে প্রতিক্রিয়া আসাও শুরু হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে মোদী সরকারের পেশ করা বাজেট নিয়ে নিন্দা সুর শোনা গিয়েছে বিরোধী শিবিরের গলায়। বাজেটে দেশের গরিব ও মধ্যবিত্তদের জন্য কিছু নেই, এক শ্রেণীর ধনীদের সুযোগ সুবিধা দিয়ে খুশি করতে এই বাজেট পেশ করা হয়েছিল বলেই দাবি করেছিলেন বিরোধীরা। বাজেট নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrasekhar Rao)। মঙ্গলবার বাজেট পেশের পরই এই নিয়ে নিজের হতাশার কথা প্রকাশ করেন রাও। পাশাপাশি বিজেপিকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকারকে সরিয়ে “বঙ্গোপসাগরে নিক্ষেপ করা উচিৎ।”

বিজেপিকে আক্রমণের পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘অদূরদর্শী’ বলে কটাক্ষ করেন কেসিআর। তিনি বলেন,”কেন্দ্রীয় সরকার থেকে বিজেপিকে সরিয়ে ফেল বঙ্গোপসাগরে নিক্ষেপ করা উচিৎ। দেশের জন্য যা প্রয়োজন আমরা তাই করব। আমরা চুপ করে বসে থাকব না, কারণ এটা গণতন্ত্র। আমাদের প্রধানমন্ত্রীর কোনও দূরদর্শীতা নেই।” শীঘ্রই তাঁকে জাতীয় রাজনীতিতে দেখা যেতে পারে এই ইঙ্গিত দিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বলেন, “দেশের নেতৃত্বে গুণগত পরিবর্তন হওয়া প্রয়োজন। আমি মুম্বই যাব এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে এই বিষয়ে আলোচনা করার ইচ্ছা রয়েছে।”

“দেশের চাহিদা অনুযায়ী আমাদের কাজ শুরু করতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দেশ শক্তিশালী এবং প্রয়োজন হলে দেশের তরফে প্রতিক্রিয়াও আসে। দেশে পরিবর্তন প্রয়োজন, প্রয়োজন বিপ্লবের। যতক্ষণ না অবধি আমরা লড়াই করব ততক্ষণ কোনও পরিবর্তন আসবে না। সিঙ্গাপুর সরকারের কিছু নেই কিন্তু তাঁরা মস্তিস্ককে ব্যবহার করতে পারে। আমাদের সরকারের সবকিছু আছে, শুধুমাত্র মস্তিস্ক নেই।” এদিন দেশে বদল ও মোদী সরকারেক কটাক্ষ করার পাশাপাশি দেশে নতুন সংবিধানের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তিনি জানিয়েছেন, “আমাদের নতুন করে সংবিধান লিখতে হবে। নতুন চিন্তাধারা, নতুন সংবিধান কে সামনে আনা উচিৎ। পাশাপাশি সংবিধানকে সহজ সরল করে সকলের বোধগম্য করা উচিৎ।” কেন্দ্রের বিজেপি সরকার তফশিলি জাতি উপজাতিদের অবহেলা করেছে বলেও অভিযোগ করেন কেসিআর।

আরও পড়ুন : Army vice chief Appointment: সিডিএস পদ নিয়ে জল্পনার মাঝেই নিয়োগ সেনার ভাইস চিফ

আরও পড়ুন : Uttar Pradesh Assembly Election 2022 : ‘পদ্মভূষণ’ গুলামেই ভরসা কংগ্রেসের, উত্তর প্রদেশের নির্বাচনী প্রচারে রাহুল প্রিয়াঙ্কার পাশে দেখা যাবে আজাদকেও