Budget 2022 Live Stream: চতুর্থ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা, কোথায়, কখন দেখবেন?

Budget 2022 Time: বাজেট ঘিরে সব স্তরের সাধারণ মানুষের বহু প্রত্যাশা রয়েছে। করোনার প্রভাব কাটিয়ে অর্থনীতি যাতে ঘুরে দাঁড়ায়, সে দিকে কেন্দ্র নজর দেবে বলে আশা করা হচ্ছে।

Budget 2022 Live Stream: চতুর্থ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা, কোথায়, কখন দেখবেন?
মঙ্গলবার সংসদে বাজেট পেশ মোদী সরকারের
Follow Us:
| Edited By: | Updated on: Feb 01, 2022 | 7:49 AM

নয়া দিল্লি : অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। মঙ্গলবারই সংসদে কেন্দ্রীয় বাজেট (Union Budget 2022) পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। সোমবার বাজেট অধিবেশনের (Budget Session) সূচনা হয় সংসদে। শুরুতেই ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)। আর মঙ্গলবার পেশ হবে বাজেট। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ চতুর্থবার বাজেট পেশ করবেন এবার। কোভিড পরিস্থিতিতে দেশের অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব পড়েছে। কোন পথে ঘুরে দাঁড়ানো সম্ভব সেই দিশা এবারের বাজেটে দেখা যাবে বলে প্রত্যাশা রয়েছে। কৃষি থেকে স্বাস্থ্য সব ক্ষেত্রেই রয়েছে একাধিক প্রত্যাশা। সমাজের সব স্তরের মানুষই বাজেট সম্পর্কে জানতে উৎসুক থাকেন। লোকসভা থেকে সরাসরি সম্প্রচার করা হয় সেই বাজেট বক্তৃতা। লোকসভা টিভিতে চোখ রাখলে পাওয়া যাবে সেই আপডেট।

মঙ্গলবার সকাল ১১ টা থেকে বাজেট পেশ শুরু হবে। ৯০ থেকে ১২০ মিনিট ধরে বাজেট পেশ করা হবে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে। ২০২০ সালে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট বক্তৃতা ছিল দীর্ঘতম। স্বাধীনতার পর সেটাই ছিল দীর্ঘতম বাজেট বক্তৃতা। ২ ঘণ্টা ৪০ মিনিট ধরে বাজেট পেশ করেছিলেন তিনি। তারপরও শেষ দুটি পাতা পড়তে পারেননি সীতারমণ।

এবার সেই বক্তৃতার সরাসরি সম্প্রচার দেখা যাবে সংসদে টিভিতে। পাশাপাশি লোকসভা টিভির ইউটিউব চ্যানেলেও দেখা যাবে সেই সম্প্রচার। আপডেট পাওয়া যাবে টুইটারে। প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি (PIB)- র ইউটিউব চ্যানেলেও বাজেট সম্প্রচার হবে। এছাড়া TV9 বাংলার লাইভ টিভিতেও সরাসরি বাজেট সংক্রান্ত যাবতীয় আপডেট দেখা যাবে।

ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ (Union Budget Mobile App)-এও দেওয়া হবে পুরো বাজেট। লোকসভায় বাজেট পেশ হওয়ার পর ওই অ্যাপ থেকে পুরো বাজেট ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন: Budget 2022: বাজেট থেকে প্রত্যাশা অনেক, স্বাস্থ্যক্ষেত্রে কি ‘বুস্টার ডোজ়’ জোগাবে কেন্দ্র?

আরও পড়ুন: Budget 2022: কৃষকদের আয় দ্বিগুণ করার শেষ সুযোগ এটাই, নির্মলার বাজেটে নজরে থাকবে কী কী?