লাখ লাখ মানুষ চাকরি পেয়েছে স্টার্ট আপে, সামনে এল পুরো তালিকা
তথ্য বলছে, ৫৫টি সেক্টরে ১৬.৬ লক্ষ মানুষ চাকরি পেয়েছেন। গত শুক্রবার রাজ্যসভায় এই তথ্য পেশ করা হয়েছে সরকারের তরফে। সবথেকে বেশি চাকরি হয়েছে আইটি সেক্টরে।
নয়া দিল্লি: সাম্প্রতিককালে ভারতে একাধিক স্টার্ট আপ সংস্থা চালু হতে দেখা গিয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি সংস্থা ব্যাপক সাফল্যও পেয়েছে। আর এই সব সংস্থার জন্য চাকরি পেয়েছেন বহু মানুষ। গত কয়েক বছরে লক্ষ লক্ষ চাকরি প্রার্থী কাজের সুযোগ পেয়েছে এই সব সংস্থায়।
তথ্য বলছে, ৫৫টি সেক্টরে ১৬.৬ লক্ষ মানুষ চাকরি পেয়েছেন। গত শুক্রবার রাজ্যসভায় এই তথ্য পেশ করা হয়েছে সরকারের তরফে। সবথেকে বেশি চাকরি হয়েছে আইটি সেক্টরে। চাকরি পেয়েছেন প্রায় ২,০৪,১১৯ জন তরুণ-তরুণী। এরপরই রয়েছে স্বাস্থ্য ক্ষেত্র, চাকরি পেয়েছেন ১,৪৭,৬৩৯। কমার্শিয়াল সার্ভিসে যোগ দিয়েছেন ৯৪,০৬০। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল রাজ্যসভায় এই তথ্য পেশ করেছেন।
আরও একাধিক ক্ষেত্রে চাকরি হয়েছে অনেক। শিক্ষায় ৯০,৪১৪, মানব সম্পদে ৮৭,৯৮৩, নির্মাণের ক্ষেত্রে ৮৮,৭০২, খাদ্য শিল্পে ৮৮,৪৬৮, কৃষি ক্ষেত্রে ৮৩,৩০৭, এআই সেক্টরে ২৩,৯১৮ জন চাকরি পেয়েছেন।
মন্ত্রী জানিয়েছেন, স্টার্ট আপ হাব পোর্টালও প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। এছাড়াও ভাসকার (BHASKAR) নামে একটি প্লাটফর্মও তৈরি করা হয়েছে। মূলত স্টার্ট আপগুলির মধ্যে যাতে যোগাযোগ থাকে, একটা সামঞ্জস্য থাকে, তার এই প্লাটফর্মগুলি খোলা হয়েছে।