AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ATM Withdrawals: ইচ্ছা মতো টাকা তুললেই চাপে, হঠাৎ দেখতে পারেন অ্যাকাউন্ট ব্যালেন্স ‘শূন্য’!

Bank Account Withdrawals: সীমা পেরিয়ে গেলেই প্রতি লেনদেনে সর্বাধিক ২৩ টাকা পর্যন্ত চার্জ কেটে নিতে পারে ব্যাঙ্কগুলো। এর সঙ্গে অবশ্যই যুক্ত হবে জিএসটি।

ATM Withdrawals: ইচ্ছা মতো টাকা তুললেই চাপে, হঠাৎ দেখতে পারেন অ্যাকাউন্ট ব্যালেন্স 'শূন্য'!
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Aug 28, 2025 | 12:54 PM
Share

কাছে ক্যাশ নেই, অতএব ভরসা এটিএম। যে কোনও সময়, যে কোনও প্রয়োজনে টাকা তুলতে চাইলে মানুষ এখন আর ব্যাঙ্কে যেতে চায় না। কারণ ব্যাঙ্কে গিয়ে অকারণে সময় নষ্ট হোক, চায় না কোনও প্রগতিশীল মানুষই। কিন্তু ভারতের রিজার্ভ ব্যাঙ্ক, এই এটিএম ব্যবহার নিয়ে বেশ কিছু নতুন নিয়ম জারি করেছে। সঙ্গে চালু হয়েছে নতুন কিছু চার্জও।

নতুন এই নিয়ম অনুযায়ী প্রতি মাসে এটিএম থেকে টাকা তোলার নির্দিষ্ট একটা সীমা ঠিক করে দিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। মহানগরে যে সব এটিএম রয়েছে সেগুলো প্রতি মাসে সর্বোচ্চ ৩ বার ব্যবহার করা যাবে। এই ৩ বারের মধ্যে টাকা তোলা, ব্যালেন্স চেক ইত্যাদি সবই অন্তর্ভুক্ত রয়েছে। তবে, নন মেট্রো এটিএমে এই সুবিধা দেওয়া হয়েছে ৫ বারের জন্য। এই সীমারেখা লঙ্ঘন করলে বাড়তি চার্জ কেটে নেবে আরবিআই।

সীমা পেরিয়ে গেলেই প্রতি লেনদেনে সর্বাধিক ২৩ টাকা পর্যন্ত চার্জ কেটে নিতে পারে ব্যাঙ্কগুলো। এর সঙ্গে অবশ্যই যুক্ত হবে জিএসটি। যদিও আরবিআইয়ের নিয়ম অনুযায়ী এটিএমের মাধ্যমে টাকা জমা করলে কোনও বাড়তি চার্জ দিতে হবে না। তবে মাসিক ক্যাশ তোলার যে সীমা রয়েছে, তা লঙ্ঘিত হলে চার্জ কাটবে ব্যাঙ্ক।

এ ছাড়াও কালো টাকা নিয়ন্ত্রণে নিয়ে আসতেও সাহায্য করবে নতুন এই নিয়ম। কোনও অর্থবর্ষে নগদে যদি ২০ লক্ষ টাকা লেনদেন হয়, তাহলে সেই সব লেনদেনের তথ্য সংগ্রহ করবে ব্যাঙ্ক। আর এই সব ক্ষেত্রে প্যান কার্ড ও আধার কার্ড দেখানো বাধ্যতামূলক করেছে আরবিআই।