Bharat Dal: ২৫ শতাংশ কম দামে পাবেন মুগ-মুসুর ডাল, মধ্যবিত্তকে স্বস্তি দিতে বড় পদক্ষেপ সরকারের
Pulse Price: বুধবার ক্রেতা বিষয়ক দফতর তরফে কেন্দ্রের ভর্তুকিযুক্ত ডাল বিক্রির প্রকল্পের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করা হয়। এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার 'ভারত' ব্রান্ডের নামে ভর্তুকিযুক্ত দামে ছোলা, মুগ ও মুসুর ডাল বিক্রি করে।
নয়া দিল্লি: বাজারে যা দাম, তাতে মাছ-মাংস তো দূর, সাধারণ ভাত-ডালটুকুও জোগাতে হিমশিম খাচ্ছেন গরিব-মধ্যবিত্তরা। সবজির সঙ্গেই পাল্লা দিয়ে হু হু করে বাড়ছে ডালের দাম। তবে কী পাত থেকে ডালটাও বাদ যাবে? তবে পুষ্টি আসবে কী করে? সাধারণ মানুষের এই চিন্তা দূর করতেই বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। বাজারে মিলবে ভারত ডাল। দামে কম, মানে ভাল এই ডালই সাধারণ মানুষের মুখে হাসি ফোটাবে।
বুধবার ক্রেতা বিষয়ক দফতর তরফে কেন্দ্রের ভর্তুকিযুক্ত ডাল বিক্রির প্রকল্পের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করা হয়। এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার ‘ভারত’ ব্রান্ডের নামে ভর্তুকিযুক্ত দামে ছোলা, মুগ ও মুসুর ডাল বিক্রি করে।
দ্বিতীয় ধাপে এই প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, “ডালের দাম নিয়ন্ত্রণে রাখতেই বাফার স্টক থেকে ডাল বিক্রি করছি আমরা”। তিনি জানান, সরকার মোট ৩ লক্ষ টন চানা বা ছোলার ডাল ও ৬৮ হাজার টন মুগ ডাল রিলিজ করেছে বাফার স্টক থেকে।
কত টাকায় পাওয়া যাবে ডাল?
ভারত ব্রান্ডের অধীনে গোটা ছোলার ডাল ৫৮ টাকা কেজি দরে পাওয়া যাবে। ভাঙা ছোলার ডালের দাম রয়েছে কেজি প্রতি ৭০ টাকা। এছাড়া মুসুর ডাল ৮৯ টাকা কেজি দরে পাওয়া যাবে। বিভিন্ন সরকারি কো-অপারেটিভ কেন্দ্রগুলিতে এই ব্রান্ডের ডাল পাওয়া যাবে, যার দাম বাজারে বা অনলাইনে বিক্রি হওয়া ডালের তুলনায় ২০ থেকে ২৫ শতাংশ কম।
ভারত ব্রান্ডের ডাল বিক্রির মাধ্যমে একদিকে যেমন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, তেমনই উৎসবের মরশুমে বাজারে পর্যাপ্ত জোগানও থাকবে ডালের।
কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী জানান, ডালের উৎপাদন বাড়াতে গত খরিফ মরশুমেই কৃষকদের ভাল গুণমানের ডালের বীজ দেওয়া হয়েছিল। এছাড়া ন্যূনতম সহায়ক মূল্যে অরহর, উরদ ও মুগ ডাল কেনা হচ্ছে কৃষকদের কাছ থেকে।
প্রসঙ্গত, অগস্ট মাসে বিভিন্ন ডালের দাম এক ধাক্কায় ১১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। সেই তুলনায় সেপ্টেম্বর মাসে ডালের দাম ৯.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।