Credit Limit Increase: ব্যাঙ্কের এই অফার কি আপনার জন্য লাভজনক? স্কোর বাড়বে না কমবে?
Credit Card Offers: যাঁদের ক্রেডিট কার্ড আছে তাঁরা জানবেন, ব্যাঙ্ক থেকে প্রায়শই ক্রেডিট কার্ডের লিমিট বাড়ানোর অনুরোধ জানিয়ে ফোন বা মেসেজ আসে। কিন্তু এভাবে লিমিট বাড়ানো কি উচিত?

২০২৫ সালের আগস্ট মাসে প্রকাশিত একটি রিপোর্ট দেখিয়েছে যে দেশের মানুষ এখন ক্রেডিট স্কোর নিয়ে অনেক বেশি সচেতন। আর সত্যি কথা বলতে কি, এই ক্রেডিট স্কোরের উপরই নির্ভর করে যে কোনও মানুষের অর্থনৈতিক ভবিষ্যৎ। যাঁদের ক্রেডিট কার্ড আছে তাঁরা জানবেন, ব্যাঙ্ক থেকে প্রায়শই ক্রেডিট কার্ডের লিমিট বাড়ানোর অনুরোধ জানিয়ে ফোন বা মেসেজ আসে। কিন্তু এভাবে লিমিট বাড়ানো কি উচিত?
ক্রেডিট লিমিট হল সেই পরিমাণ অর্থ যা আপনার কার্ডের মাধ্যমে এক মাসে খরচ করা যেতে পারে। আপনি যদি সঠিকভাবে আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে ব্যাঙ্ক বা কার্ড ইস্যু করে যে সংস্থা তারা লিমিট বাড়িয়ে দেওয়ার অফার দেয়। এই অফার যদি আপনি নেন, তাহলে আপনার ক্রেডিট স্কোরের ওপর সরাসরি কোনও প্রভাব পড়ে না। তবে, বদলে যায় ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও।
সহজ কথায়, ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও হল মোট ক্রেডিট লিমিটের কত শতাংশ আপনি ব্যবহার করছেন। ধরা যাক, আপনার কার্ডের লিমিট ১ লক্ষ টাকা এবং আপনি মাসে ৪০ হাজার টাকা খরচ করেন। এক্ষেত্রে আপনার ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও হল ৪০ শতাংশ।
বিশেষজ্ঞরা বলেন, একটি ভাল ক্রেডিট স্কোরের জন্য ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও সর্বদা ৩০ শতাংশের কম থাকা উচিত। এবার আপনার ব্যাঙ্ক আপনার লিমিট বাড়িয়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে দেয়, কিন্তু আপনার খরচ আগের মতোই ৪০ হাজারেই আটকে থাকে, তাহলে আপনার ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও কমে দাঁড়াবে প্রায় ২৬.৬৭ শতাংশ। আর ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও এইভাবে কমে গেলে তা আপনার ক্রেডিট স্কোর বাড়াতে সাহায্য করে।
যদি আপনার খরচ বেশি হওয়ার কারণে ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও ৩০ শতাংশের বেশি থাকে, তবে লিমিট বাড়ানোর অফারটি অবশ্যই গ্রহণ করুন। তবে সাবধান! লিমিট বাড়ার সঙ্গে সঙ্গে যদি অপ্রয়োজনীয় খরচও বাড়িয়ে ফেলেন, তাহলে ঋণের জালে পড়ার ঝুঁকি থাকে। আর জানেন তো নিশ্চয় সময়মতো বিল না মেটাতে পারলে আপনার স্কোর মারাত্মকভাবে কমে যাবে। সুতরাং, আপনার আর্থিক শৃঙ্খলা থাকলে এই অফার আপনার জন্য আশীর্বাদের মতও। আর যদি তা না থাকে তাহলে এটিই হতে পারে বড় ঝামেলার কারণ।
