Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PPF Nominee: PPF-এ অ্যাকাউন্ট আছে? নিয়মে বড় পরিবর্তনের কথা জানালেন অর্থমন্ত্রী!

PPF Nominee: পাবলিক প্রভিডেন্ড ফান্ড বা পিপিএফে টাকা রাখতে গেলে একটি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে হয়। ব্যাঙ্কের মতো এই অ্যাকাউন্টের নমিনি থাকে। যাতে আপনার কিছু হয়ে গেলে সেই টাকা পাবে নমিনি। সেই নমিনির নাম পরিবর্তনের জন্য আগে অতিরিক্ত টাকা দিতে হত।

PPF Nominee: PPF-এ অ্যাকাউন্ট আছে? নিয়মে বড় পরিবর্তনের কথা জানালেন অর্থমন্ত্রী!
Follow Us:
| Updated on: Apr 03, 2025 | 5:46 PM

কোটি কোটি মানুষ নিজের কষ্টের উপার্জনের টাকা সঞ্চিত রাখেন পিপিএফ অ্যাকাউন্টে। যাতে বেশ কয়েক বছরে একটা মোটা অঙ্কের টাকা ফেরত পাওয়া যায়। এবার সেই পিপিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড় সুখবর দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৃহস্পতিবার তিনি জানান, এবার থেকে নমিনি বা মনোনীতের নাম সংযোজন বা আপডেট করার জন্য আর কোনও ফি দিতে হবে না। অর্থমন্ত্রী জানান, সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে প্রয়োজনীয় পরিবর্তন করা হয়েছে। ‘ইমিডিয়েট এফেক্ট বা তাৎক্ষণিকভাবে কার্যকর’ করা হয়েছে এই নির্দেশ।

পাবলিক প্রভিডেন্ড ফান্ড বা পিপিএফে টাকা রাখতে গেলে একটি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে হয়। ব্যাঙ্কের মতো এই অ্যাকাউন্টের নমিনি থাকে। যাতে আপনার কিছু হয়ে গেলে সেই টাকা পাবে নমিনি। সেই নমিনির নাম পরিবর্তনের জন্য আগে অতিরিক্ত টাকা দিতে হত। কিন্তু এবার আর তা করতে হবে না বলেই জানিয়ে দিলেন অর্থমন্ত্রী। আগে এই বাবদ বিবরণ আপডেট বা পরিবর্তনের জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলি ৫০ টাকা ফি লাগত। ২০১৮ সালে এই ফি নেওয়ার বিষয়টি চালু করা হয়েছিল। যা আবার মুকুব করে দিল সরকার।

সম্প্রতি পাস হওয়া ব্যাঙ্কিং সংশোধনী বিল ২০২৫ অনুসারে, আমানতকারীদের অর্থ, নিরাপদ হেফাজতে রাখা জিনিসপত্র এবং সেফটি লকারের অর্থ প্রদানের জন্য সর্বোচ্চ ৪ জনকে মনোনীত করা যায়।

এই বিলে ‘সারগর্ভ ইন্টারেস্ট’ শব্দটিকে নতুন করে ব্যাখ্যা করা হয়েছে। প্রায় ৬ দশক আগে নির্ধারণ করা সীমা বর্তমানের ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২ কোটি টাকা করা হয়েছে।

এই আইনে সমবায় ব্যাঙ্কগুলিতে পরিচালকদের (চেয়ারম্যান এবং পূর্ণকালীন পরিচালক ব্যতীত) মেয়াদ ৮ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার কথাও বলা হয়েছে। ও চেষ্টা করা হয়েছে যাতে সংবিধান (সাতানব্বইতম সংশোধনী) আইন, ২০১১ এর সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে।

পিপিএফ সুদের হার

সাম্প্রতিকতম সরকারি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের হার অনুসারে সরকার-সমর্থিত পিপিএফ প্রকল্প বার্ষিক ৭.১ শতাংশ সুদ প্রদান করে। এই প্রকল্পটি বিনিয়োগকারীদের একটি পিপিএফ অ্যাকাউন্টে বার্ষিক সর্বনিম্ন ৫০০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা জমা করার অনুমতি দেয়।