AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সেপ্টেম্বরে সরকারি কর্মীদের পেনশনের নিয়মে আসছে বিরাট পরিবর্তন, এখনই জেনে রাখুন

September Rules Change: প্রতি মাসেই ব্যাঙ্ক থেকে শুরু করে অর্থনৈতিক প্রতিষ্ঠান ও সরকারের তরফে একাধিক নিয়মে পরিবর্তন করা হয়। সেই সমস্ত নিয়ম জেনে রাখা দরকার, নাহলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকেই।

সেপ্টেম্বরে সরকারি কর্মীদের পেনশনের নিয়মে আসছে বিরাট পরিবর্তন, এখনই জেনে রাখুন
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Aug 31, 2025 | 8:09 AM
Share

নয়া দিল্লি: দেখতে দেখতেই আরও একটা মাস শেষ।সেপ্টেম্বর মাসের শুরু হবে সোমবার থেকে। প্রতি মাসেই ব্যাঙ্ক থেকে শুরু করে অর্থনৈতিক প্রতিষ্ঠান ও সরকারের তরফে একাধিক নিয়মে পরিবর্তন করা হয়। সেই সমস্ত নিয়ম জেনে রাখা দরকার, নাহলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকেই। এই সেপ্টেম্বরেও একাধিক নিয়মের পরিবর্তন আসছে। কী সেগুলি, জেনে নিন-

১. আইটিআর ফাইলিং-

আয়কর জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ জুলাই। আয়কর দফতরের তরফে সেই ডেডলাইন বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছিল। এতে করদাতাদের বেশ সুবিধা হয়েছিল। এই সেপ্টেম্বরেই সেই ডেডলাইন  শেষ হচ্ছে। এখনও যারা আয়কর জমা করেননি, তাদের ১৫ সেপ্টেম্বরের মধ্যে জমা করতে হবে। যাদের অ্যাকাউন্ট অডিটের প্রয়োজন, তাদের ৩১ অক্টোবরের আগে আইটিআর ফাইল করতে হবে।

২. ইউপিএস ডেডলাইন-

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্যও গুরুত্বপূর্ণ খবর রয়েছে। যারা ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS)-এর অধীনে রয়েছেন, তারা চাইলে ইউনিফায়েড পেনশন স্কিমে (UPS) পরিবর্তন করে নিতে পারবেন। জুনের ৩০ তারিখ পর্যন্ত এই সুবিধা থাকলেও, পরে তার মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়।  

৩. ইন্ডিয়া পোস্টে পরিবর্তন-

ভারতীয় ডাক বিভাগে আসছে বিরাট পরিবর্তন। ডিপার্টমেন্ট অব পোস্টস (UPS)-র তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অন্তর্দেশীয় রেজিস্টার্ড পোস্ট-কে স্পিড পোস্ট সার্ভিসে পরিবর্তিত করা হবে। ১ সেপ্টেম্বর থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে। যদি কেউ এবার ইন্ডিয়া পোস্টের মাধ্যমে রেজিস্টার্ড পোস্ট পাঠাতে চান, তবে তা স্পিড পোস্ট ডেলিভারি হবে।

৪. ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন-

১ সেপ্টেম্বর থেকে ক্রেডিট কার্ডের নিয়মেও পরিবর্তন আসছে। স্টেট ব্য়াঙ্ক অব ইন্ডিয়া তাদের ক্রেডিট কার্ডে রিওয়ার্ড সিস্টেমে পরিবর্তন করেছে। এবার থেকে কোনও ডিজিটাল গেমিং বা সরকারি ওয়েবসাইটে লেনদেন করলে, তার জন্য রিওয়ার্ড পাওয়া যাবে না।

৫. রুপোয় হলমার্কিং-

সোনার মতো এবার থেকে রুপোর গহনাতেও থাকবে বিশুদ্ধতার চিহ্ন। সরকার সিদ্ধান্ত নিয়েছে রুপোতেও বাধ্যতামূলকভাবে হলমার্ক থাকতে হবে। ১ সেপ্টেম্বর থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে।