Gold Price Today : সপ্তাহের প্রথম দিনেই মুখ ব্যাজার সোনার, তবে দাম বাড়ল রুপোর
Gold Price Today : সোমবার অপরিবর্তিত রইল সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৬ হাজার ১৯০ টাকা। তবে এদিন দাম বেড়েছে রুপোর। ১ কেজির রুপোর দাম বাড়ল ৪০০ টাকা।
কলকাতা : সপ্তাহের প্রথম দিনেই অপরিবর্তিত রইল সোনার দাম। গত তিনদিন দাম কমেছিল সোনার। তবে সোমবার সোনার বাজারে দামের কোনও হেরফের দেখা যায়নি। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৬ হাজার ১৯০ টাকা। সোনার দামে এদিন কোনও হেরফের হয়নি ঠিকই। তবে সোমবার দাম বেড়েছে রুপোর। এদিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ৫৬ হাজার টাকা।
সোমবার বেলা ৩ টে অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬১৯ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৬,৯৫২ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,১৯০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬১,৯০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০৩৯ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৩১২ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,৩৯০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০৩,৯০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৬,০০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
গত তিনদিন বেশ খানিকটা দাম কমেছিল সোনার। তবে সপ্তাহের প্রথম দিনেই অপরিবর্তিত রইল হলুদ ধাতুর দাম। সোনার দামে কোনও পরিবর্তন না হলেও এদিন বাড়ল রুপোর দাম। এদিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ৪০০ টাকা।
এদিন আন্তর্জাতিক বাজারে ১ আউন্স সোনার দাম রয়েছে ১,৭১০.১৩ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
সোমবার বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের দাম। এদিন এই সংস্থার শেয়ারের দাম রয়েছে ২,২৩৬.৮৫ টাকা। তবে সোমবার দাম কমল কল্যাণ জুয়েলারের। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম রয়েছে ৬৫.৫০ টাকা। আজ পিসি জুয়েলারের শেয়ারের দাম বেড়েছে। এদিন পিসি জুয়েলারের রয়েছে ৪৯.৭০ টাকা।