AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price on 15th September: সপ্তাহে শুরুতেই আরও ‘চকচকে’ হল সোনা, দামের খেলায় হার মধ্যবিত্তের?

Gold Silver Price in Kolkata on 15th September 2025: সাময়িক ভাবে কম, কিন্তু বহু মানুষেরই আওতার বাইরে। এদিনের দর অনুযায়ী, ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১০ হাজার ১৮৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ১ হাজার ৮৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ১০ লক্ষ ১৮ হাজার ৯০০ টাকা।

Gold Price on 15th September: সপ্তাহে শুরুতেই আরও 'চকচকে' হল সোনা, দামের খেলায় হার মধ্যবিত্তের?
প্রতীকী ছবিImage Credit: Gemini
| Updated on: Sep 15, 2025 | 8:19 AM
Share

কলকাতা: সোনার দাম ছুটছে আগুনের গতিতে। আর শুধু সোনাই নয়, বর্তমানে চাহিদাসম্পন্ন দুই ধাতু, যথাক্রমে সোনা এবং রুপো, দেখাচ্ছে দামের খেলা। গত কয়েকদিনে সোনার দামে বিশেষ বদল দেখা যায়নি। সাময়িক ওঠা-নামা ছাড়া দাম যে খুব লক্ষণীয় ভাবে পড়েছে বা উঠেছে এমনটা নয়।

২৪ ক্যারাট সোনার দাম

১৫ই সেপ্টেম্বরের দর বলছে, আজ ১ গ্রাম ২৪ ক্যারাটের সোনার দাম ১১ হাজার ১১৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ১১ হাজার ১৬০ টাকা। আর ১০০ গ্রাম সোনার দাম ১১ লক্ষ ১১ হাজার ৬০০ টাকা।

২২ ক্যারাট সোনার দাম

সাময়িক ভাবে কম, কিন্তু বহু মানুষেরই আওতার বাইরে। এদিনের দর অনুযায়ী, ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১০ হাজার ১৮৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ১ হাজার ৮৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ১০ লক্ষ ১৮ হাজার ৯০০ টাকা।

২২ ক্য়ারাট হলমার্ক সোনার গহনার দাম

হলমার্ক সোনার ক্ষেত্রে দাম আরও একটু কম পড়বে। ১ গ্রাম হলমার্ক সোনার গহনার খরচ ১০ হাজার ৫০০ টাকা। ১০ গ্রাম গহনার খরচ পড়বে ১ লক্ষ ৫ হাজার টাকা।

রুপোর দাম

সোনার সঙ্গে পাল্লা দিয়ে দৌড়েছে রুপোও। এই বছর প্রথম ১ লক্ষ টাকার গন্ডি পেরিয়েছে এই ধূসর ধাতু। বর্তমানে ১ গ্রামের দাম ১৩২ টাকা এবং ১ কেজির দাম ১ লক্ষ ৩২ হাজার ৯০০ টাকা চলছে।