Gold Price on 20 September: মহালয়ার আগেই সোনার দাম বেড়ে গেল ৭৫০০ টাকা! এবার কত দাম পড়বে গহনা কিনতে?
Gold Silver Price in Kolkata on 20 Septmber, 2025: পুজোর ঠিক আগেই বড় ধাক্কা। একলাফে অনেকটা বেড়ে গেল সোনার দাম। যাদের এই সময়ে সোনার গহনা কেনার পরিকল্পনা, তাদের খরচ বাড়তে চলেছে অনেকটাই। আবার এই বছর রুপোর গহনাও খুব ট্রেন্ডিং। তবে এক বছর আগে রুপোর গহনার যা দাম ছিল, তার তুলনায় এ বছর অনেকটাই বেড়েছে।

কলকাতা: আজ বাদে কাল মহালয়া। দেবীপক্ষের সূচনা হয়ে যাচ্ছে। পুজোর ঠিক আগেই বড় ধাক্কা। একলাফে অনেকটা বেড়ে গেল সোনার দাম (Gold Price)। যাদের এই সময়ে সোনার গহনা কেনার পরিকল্পনা, তাদের খরচ বাড়তে চলেছে অনেকটাই। আবার এই বছর রুপোর গহনাও খুব ট্রেন্ডিং। তবে এক বছর আগে রুপোর গহনার যা দাম ছিল, তার তুলনায় এ বছর অনেকটাই বেড়েছে। ফলে রুপোর গহনার দামও বেড়েছে অনেকটা। আজকের সোনা-রুপোর দাম কত রয়েছে, জেনে নিন-
২৪ ক্যারেটের সোনার দাম-
আজ, ২০ সেপ্টেম্বর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ২১৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ১ লক্ষ ১২ হাজার ১৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ লক্ষ ২১ হাজার ৫০০ টাকা। একদিনে ৮ হাজার ২০০ টাকা সোনার দাম বেড়েছে।
২২ ক্যারেট সোনার দাম-
আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১০ হাজার ২৮০ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ২ হাজার ৮০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ লক্ষ ২৮ হাজার টাকা। একদিনে ৭ হাজার ৫০০ টাকা দাম বেড়েছে সোনার।
১৮ ক্যারেট সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ৪১১ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৮৪ হাজার ১১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ৪১ হাজার ১০০ টাকা। একদিনে ৬ হাজার ১০০ টাকা দাম বেড়েছে।
রুপোর দাম-
সোনার দাম যেমন বেড়েছে, টেক্কা দিয়ে বেড়েছে রুপোর দামও। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৩ হাজার ৫০০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৩৫ হাজার টাকা। একদিনে ২ হাজার টাকা দাম বেড়েছে রুপোর।
