Google: গুগলের হোম পেজে ১৯৯৮ সালের লোগো, আজ জন্মদিন এই মার্কিন টেক জায়ান্টের!
27 September, Google 27 Birth Anniversary: কোম্পানি ইনকর্পোরেট হিসাবে নথিভুক্ত হয়েছিল ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর। কিন্তু তার অ্যানিভার্সারি হিসেবে বেছে নেওয়া হয় ২৭ সেপ্টেম্বর তারিখটিকে। কারণ, প্রতিষ্ঠাতারা ছুটিতে থাকাকালীন প্রথম যে 'আউট অফ অফিস' ডুডলটি তৈরি হয়েছিল, তার সঙ্গেই এই তারিখটি যুক্ত।

আজ গুগলের ২৭তম জন্মদিন। আর আজকের এই বিশেষ দিনে এই টেক জায়ান্ট তাদের হোমপেজে ফিরিয়ে এনেছে সেই ১৯৯৮ সালের প্রথম লোগোটি। নেটিজেনদের জন্য এটি এক প্রকার নস্টালজিয়া। ঠিক ২৭ বছর আগে, ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে এক গ্যারাজে শুরু হয়েছিল এই বিপুল যাত্রা।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই পিএইচডি ছাত্র—ল্যারি পেজ এবং সার্জেই ব্রিন—শুরু করেছিলেন তাদের মিশন। লক্ষ্য ছিল একটাই, বিশ্বের সমস্ত তথ্যকে সংগঠিত করে তাকে সকলের কাছে সহজলভ্য করে তোলা। আর সেই সামান্য উদ্যোগ আজ কোটি কোটি মানুষের ইন্টারনেট ব্যবহারের ধরন বদলে দিয়েছে।
কোম্পানি ইনকর্পোরেট হিসাবে নথিভুক্ত হয়েছিল ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর। কিন্তু তার অ্যানিভার্সারি হিসেবে বেছে নেওয়া হয় ২৭ সেপ্টেম্বর তারিখটিকে। কারণ, প্রতিষ্ঠাতারা ছুটিতে থাকাকালীন প্রথম যে ‘আউট অফ অফিস’ ডুডলটি তৈরি হয়েছিল, তার সঙ্গেই এই তারিখটি যুক্ত।
মাত্র ২৭ বছরে গুগল এখন অ্যালফাবেট ইনকর্পোরেটেড-এর অধীনে হয়তো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সংস্থা। তবে, সার্চ ব্রাউজার হিসাবে শুরু হওয়া সংস্থা আজ আর শুধু সার্চে সীমাবদ্ধ নেই। এখন তারা অ্যান্ড্রয়েড, ইউটিউব, ক্লাউড সার্ভিস ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো বিষয়ে মার্কেট লিডার।
সিইও সুন্দর পিচাই-এর নেতৃত্বে সংস্থাটি বর্তমানে মেশিন লার্নিং এবং কোয়ান্টাম কম্পিউটিং-এর মতো অত্যাধুনিক ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করছে। আজকের দিনে গুগলের এই ‘ভিনটেজ’ লোগো কেবল তাদের জন্মদিন মনে করিয়ে দেওয়ার জন্য নয়। এটি গুগলের বিরাট সাফল্যের পথে হাঁটতে থাকার গল্প যা আজ তারা তাদের ২৭তম জন্মদিনে মনে করিয়ে দিচ্ছে গোটা বিশ্বকে।
