GST Hike: সস্তার শার্ট-প্যান্ট-কুর্তিতেও দিতে হবে কর, সিগারেট কিনতেই ফাঁকা হয়ে যাবে পকেট!
GST Council Meeting: শনিবার রাজস্থানের জয়সালমীরে বসতে চলেছে ৫৫তম জিএসটি কাউন্সিলের বৈঠক। এই বৈঠকেই স্বাস্থ্য বিমা, লাক্সারি পণ্য থেকে বিমানের জ্বালানির জিএসটিতে পরিবর্তন আসতে চলেছে।
নয়া দিল্লি: বছর শেষে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই বৈঠকেই সিদ্ধান্ত হতে পারে একাধিক পণ্য সামগ্রীর দাম বাড়া বা কমা। আগামিকাল, শনিবার রাজস্থানের জয়সালমীরে বসতে চলেছে ৫৫তম জিএসটি কাউন্সিলের বৈঠক। এই বৈঠকেই স্বাস্থ্য বিমা, লাক্সারি পণ্য থেকে বিমানের জ্বালানির জিএসটিতে পরিবর্তন আসতে চলেছে।
কী কী পরিবর্তন হতে পারে?
স্বাস্থ্যবিমা- জীবন ও স্বাস্থ্যবিমায় জিএসটি কমানো হতে পারে। টার্ম লাইফ ইন্সুরেন্সের প্রিমিয়ামের উপরে জিএসটিতে ছাড় দেওয়া হতে পারে। প্রবীণ নাগরিকদেরও বিমার প্রিমিয়ামে জিএসটি মকুব করার সুপারিশ করা হয়েছে।
৫ লাখ পর্যন্ত স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে জিএসটিতে ছাড় দেওয়ার সুপারিশ করা হয়েছে। ৫ লক্ষ টাকার উপরে স্বাস্থ্যবিমায় ১৮ শতাংশ জিএসটি-ই কার্যকর রাখতে বলা হয়েছে।
লাক্সারি পণ্য- দামি ব্রান্ডেড পণ্য যেমন ২৫ হাজার টাকার উপরে ঘড়ি, ১৫ হাজার টাকার উপরে জুতোর উপরে জিএসটি ১৮ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করার পরামর্শ দেওয়া হয়েছে।
১৫০০ টাকার উপরে রেডিমেড জামায় ৫ শতাংশ জিএসটি, ১৫০০ থেকে ১০ হাজার টাকার পোশাকে ১৮ শতাংশ এবং ১০ হাজার টাকার উপরে জামার দামে ২৮ শতাংশ জিএসটি বসানোর সুপারিশ করা হয়েছে।
তামাকজাত পণ্য- সিগারেট, তামাকজাত পণ্য এবং কোল্ড ড্রিঙ্কসে ২৮ শতাংশ ট্যাক্স স্ল্যাব থেকে বের করে ৩৫ শতাংশ ট্য়াক্স স্ল্যাবের অধীনে আনার পরামর্শ দেওয়া হয়েছে।
কীসের দাম কমবে?
পানীয় জল- ২০ লিটার বা তার বেশি ওজনের প্যাকেজ করা পানীয় জলে জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার সুপারিশ করা হয়েছে।
বাইসাইকেল- ১০ হাজার টাকার কম দামের সাইকেলের দামে জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার পরামর্শ দেওয়া হয়েছে।