Google Layoffs: AI এর কোপ! ব্যবসা বাঁচাতে হাজার হাজার কর্মী ছাঁটাই গুগলের
Google Layoffs: বিভিন্ন দফতরে কর্মরত পরিচালক বা ম্যানেজারদের মধ্যে ১০ শতাংশ কর্মীকে ছাঁটাই করল গুগল। শুধুই ম্যানেজার নয় চাকরি গিয়েছে ডিরেক্টর ও ভাইস প্রেসিডেন্ট পদের কর্মীদেরও। মূলত, সংস্থার অন্দরে ব্যবসায়ীক কিছু পরিবর্তন আনতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট গুগল।
নয়াদিল্লি: ফের কর্মী ছাঁটাই গুগলে। তবে সাধারণ কর্মী নয়। একেবারে উচ্চ পর্যায়ের কর্মীদের ‘চাকরি খেল’ বিশ্বের অন্যতম সংস্থা গুগল। বুধবার একটি বৈঠক ডেকে ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করল টেক জায়ান্ট গুগলের প্রধান কর্মাধ্যক্ষ সুন্দর পিচাই।
জানা গিয়েছে, বিভিন্ন দফতরে কর্মরত পরিচালক বা ম্যানেজারদের মধ্যে ১০ শতাংশ কর্মীকে ছাঁটাই করল গুগল। শুধুই ম্যানেজার নয় চাকরি গিয়েছে ডিরেক্টর ও ভাইস প্রেসিডেন্ট পদের কর্মীদেরও। মূলত, সংস্থার অন্দরে ব্যবসায়ীক কিছু পরিবর্তন আনতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট গুগল।
সূত্র অনুযায়ী, বেশির ভাগ ম্যানেজার বা উচ্চপদস্থ কর্মীর চাকরি গেলেও সংস্থার কর্মী সংখ্যার দিক থেকে ভারসাম্য বজায় রাখতে ও ভাবমূর্তি ঠিক রাখতে কিছু সংখ্যক কর্মীর ক্ষেত্রে ছাঁটাইয়ের পথে এগোয়নি সংস্থা। উল্টে সেই সব কর্মীকে পদাবনতি বা ডিমোশন দিয়ে কম গুরুত্বপূর্ণ পদে রাখার সিদ্ধান্ত নিয়েছে গুগল। ২০২২ সালের পর থেকেই গুগলে ছাঁটাইয়ের ঘটনা বেশ অহরহ হয়ে উঠেছে। গত বছর জানুয়ারি মাসেও মোট ১২ হাজার কর্মী ছাঁটাই করে গুগল।
উল্লেখ্য, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার চাহিদা। দেশ-বিদেশের টেক সংস্থাগুলি ছাড়াও অন্যান্য় কোম্পানিগুলিতে জায়গা বেড়েছে AI এর। এই পরিস্থিতিতে চাকরির বাজারেও বাড়ছে চিন্তা। চাকরি হারাচ্ছে বহু মানুষ। AI এর খাঁড়া কিন্তু ঝুুলছে খোদ টেক জায়ান্ট গুগলের মাথায়ও। সার্চ ইঞ্জিনের দৌড়ে, যেখানে বরাবরই এগিয়ে থাকত গুগল। সেখানে এবার নিজের আধিপত্য তৈরি করছে চ্যাট জিপিটির নির্মাতা ওপেন এআই। গুগলের পরিবর্তে চ্যাট জিপিটিতে সার্চ বা কোনও কিছু খুঁজতে, কোনও উত্তর পেতে বেশি ভরসা করছে নেটিজেনরা। যা চিন্তা বাড়াচ্ছে গুগলেরও। এই অবস্থায় সংস্থার অন্দরে কিছু বিশেষ পরিবর্তন আনতে ও লক্ষ্য বদলে ছাঁটাইয়ের পথে এগোচ্ছে গুগল, এমনটাই মত একাংশের।