GST Reforms, Car Price: পুজোর আগেই সস্তা হল গাড়ির দাম, এক ধাক্কায় কমল ১০ শতাংশ!
GST, Car-Bike Price: জিএসটি কাউন্সিলের বৈঠকের পরই ঠিক করা হয় কোন জিনিসে কত জিএসটি বসতে চলেছে। আর সেখানে দেখা যাচ্ছে কমতে চলেছে একাধিক গাড়ি ও বাইকের দাম।

এক ধাক্কায় কমল গাড়ির দাম। পুজোর আগেই সস্তা হলে চলেছে আপনার পছন্দের গাড়ি। আগামী ২২ সেপ্টেম্বর থেকেই একাধিক গাড়ি ও বাইকের উপর কমতে চলেছে জিএসটি। ৩ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠকের পরই ঠিক করা হয় কোন জিনিসে কত জিএসটি বসতে চলেছে। আর সেখানে যে তালিকা প্রকাশ করা হয়েছে কেন্দ্রের তরফে, সেই তালিকায় দেখা যাচ্ছে কমতে চলেছে একাধিক গাড়ি ও বাইকের দাম।
পেট্রোল, পেট্রোল হাইব্রিড, লিক্যুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস, সিএনজি চালিত সাব ফোর মিটার ও ১২০০ সিসির কম ইঞ্জিনের গাড়ির উপর ১০ শতাংশ কমল জিএসটি। আগে এই ধরনের গাড়ির উপর ২৮ শতাংশ জিএসটি বসত। আর বর্তমানে সেই গাড়ির উপর বসবে ১৮ শতাংশ জিএসটি। একই ভাবে ১৮ শতাংশ জিএসটির স্ল্যাবে আসতে চলেছে ডিজেল ও ডিজেল হাইব্রিড সাব ফোর মিটার গাড়ি যাদের ইঞ্জিন ১৫০০ সিসির কম। ফলে এতদিন যে গাড়ির এক্স শোরুম দাম ছিল ৫ লক্ষ টাকা, সেই গাড়ির দাম এক লাফে কমে যাবে প্রায় ৪০ হাজার টাকা।
Hon’ble Prime Minister Shri @narendramodi announced the Next-Generation GST Reforms in his Independence Day address from the ramparts of Red Fort.
Working on the same principle, the GST Council has approved significant reforms today.
These reforms have a multi-sectoral and… pic.twitter.com/NzvvVScKCF
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) September 3, 2025
এ ছাড়াও কমেছে ৩ চাকার বাহনে জিএসটি। কমে গিয়েছে মালপত্র পরিবহনের প্রয়োজনীয় গাড়ির উপর বসা করও। এ ছাড়াও কমেছে বাইকের দাম। ৩৫০সিসি ও তার চেয়ে কম আয়তনের ইঞ্জিনের বাইকের উপর জিএসটি কমল ১০ শতাংশ। এতদিন এই ধরনের বাইকে ২৮ শতাংশ জিএসটি বসব। এবার থেকে সেই জায়গায় বসতে চলেছে ১৮ শতাংশ জিএসটি।
কিছুদিন আগেই আইখার মোটরসের এক্সসিকিউটিভ চেয়ারম্যান সিদ্ধার্থ লাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সব ধরনের বাইকে একই জিএসটি রাখার অনুরোধ জানিয়েছিলেন। কারণ, তাঁর সংস্থা রয়্যাল এনফিল্ডের সব বাইকই ৩৫০ সিসির চেয়ে বেশি। আর সেই কারণেই এই ধরনের বাইকে বেশি কর বসলে চাপে পড়ত রয়্যাল এনফিল্ড। আর এখানেই এবার কিছুটা স্বস্তি পেল সংস্থাটি। ৩৫০ সিসির উপরের বাইকে সম্ভবত ৪০ শতাংশ কর বসলেও ছাড় পেল ৩৫০ সিসির সেগমেন্টটি।
